অঙ্গদ
বানান বিশ্লেষণ:অ+ঙ্+অ+গ্+অ+দ্+অ
উচ্চারণ:
ɔŋ.god̪] [অঙ্.গোদ্]
শব্দ-উৎস:
সংস্কৃত অঙ্গদ> বাংলা অঙ্গদ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
১.অঙ্গ - দৈ (শোধন, শুদ্ধীকরণ) + অ (ক), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ: যা বাহু নামক অঙ্গ শোধন করে সৌন্দর্য বৃদ্ধি করে। এই অর্থে বাহুভূষণ। কেয়ূর, তাড়, বলয়, কঙ্কণ ইত্যাদি অঙ্গদ জাতীয় অলঙ্কার।

২.অঙ্গ -
দো (ছেদন করা) + অ (ক), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ: যিনি যুদ্ধে শত্রুকে ছেদন করেন, এই অর্থে অঙ্গদ। হিন্দু পৌরাণিক কাহিনি মতে- কিষ্কিন্ধ্যারাজ বালীর পুত্র।  [দেখুন: অঙ্গদ (পৌরাণিক, হিন্দু)]

পদ: বিশেষ্য
অর্থ: শিখ ধর্মগুরু। গুরুনানকের শিষ্য। [দেখুন: অঙ্গদ ]