পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{প্রান্তীয়
দেহাংশ |
বহিঃস্থ
দেহাংশ |
দেহাংশ |
খণ্ডাংশ |
স্বতন্ত্র সত্তা |
দৈহিক সত্তা |
সত্তা
|}
অর্থ: যে সকল প্রাণীর দেহের কেন্দ্রীয় অংশ
থেকে সমভাবে একাধিক অঙ্গ বাইরের দিকে বিন্যাস্ত থাকে, তাদের ওই অঙ্গগুলোকে অংশুবাহু
বলা হয়।
তারামাছ-এর
দেহে এই জাতীয় বাহু লক্ষ্য করা যায়। এই কারণে
তারামাছ এই শ্রেণির প্রাণীকে অংশুবাহু বলা হয়।
সমার্থক শব্দাবলি: অংশুকায়, অংশুবাহু।