অংশুকায়
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+উ+ক্+আ+য়্+অ
উচ্চারণ : oŋ.ʃu.kaĕ (ওঙ্.শু.কায়্)
শব্দ-উৎস:
সংস্কৃত
অংশুকায়>বাংলা
অংশুকায়।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
অংশু {√অশ্ (ব্যাপ্ত হওয়া) +উ (কু), কর্তৃবাচ্য} + কায়{√চি (চয়ন করা) +অ (ঘঞ্), অধিকরণবাচ্য}
অংশুর মতো কায় (শরীর) যাহার/মধ্যপদলোপী বহুব্রীহি সমাস।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
প্রাণী
|
জীবসত্তা
|
জীবন্তবস্তু
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
অর্থ:
যে সকল প্রাণীর কর্মেন্দ্রিয় অংশুর
(বিচ্ছুরিত আলো) মতো দেখায়। এই জাতীয়
প্রাণি এ্যাস্টারোয়ডিয়া শ্রেণির সামুদ্রিক প্রাণী বিশেষ।
তারামাছ
এই শ্রেণির
প্রাণী।
সমার্থক শব্দাবলি: অংশুকায়,
অংশুবাহু।
সূত্র :