আব্বা
বানান বিশ্লেষণ: আ+ব্+ব+আ
উচ্চারণ:
ab.ba (আব্.বা)
শব্দ-উৎস: আরবি আব> উর্দু আব্‌বা> বাংলা আব্বা
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { নিকট পূর্ব-পুরুষ | পূর্ব-পুরুষ | জ্ঞাতি | আত্মীয়| ব্যক্তি| জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা | }
অর্থ: যিনি কোনো সন্তানের জনক।
সমার্থক শব্দাবলি: আব্বা, আব্বু, জনক, জনয়িতা, জন্মদ, জন্মদাতা, পিতা, বাপ, বাবা।
ইংরেজি:
father, male parent, begetter
বিপরীতার্থক শব্দ: যৌগিকশব্দ:

পূর্বপদ: আব্বাজান।


সূত্র: