জনক
বানান বিশ্লেষণ: জ্+অ+ন্+অ+ক্+অ
উচ্চারণ:
ɟɔ.nok (জ.নোক্)
শব্দ-উৎস: সংস্কৃত জনকঃ> বাংলা জনক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: জনি {
Öজন্ (জন্মগ্রহণ করা)+ ই (ণিচ) }+ অক (ণ্বুল), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { নিকট পূর্ব-পুরুষ | পূর্ব-পুরুষ | জ্ঞাতি | আত্মীয়| ব্যক্তি| জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা | }
অর্থ: যিনি কোনো সন্তানের জন্ম দান করেছেন।
সমার্থক শব্দাবলি: আব্বা, আব্বু, জনক, জনয়িতা, জন্মদ, জন্মদাতা, জন্মদানকারী, পিতা, বাপ, বাবা।
ইংরেজি:
father, male parent, begetter
বিপরীতার্থক শব্দ:
  • স্ত্রীলিঙ্গার্থে: জননী, জনিকা
২. ঊর্ধ্বক্রমবাচকতা {জনক  | আদ্যপ্রণেতা | প্রণেতা | ব্যক্তি| জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা | }
অর্থ:
২.১. যাঁর পরিকল্পনা, কার্যক্রম, আদর্শ কোনো বিষয়ের প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করে। যেমন বিজ্ঞানের জনক।
সমার্থক শব্দাবলি: জনক, প্রতিষ্ঠাতা, স্থপতি।

২.২ যাঁর আদর্শিক নেতৃত্বে কোনো জাতি-গোষ্ঠী বা রাষ্ট্র স্বাধিকারের মাধ্যমে স্বনামে প্রতিষ্ঠা পায়।
সমার্থক শব্দবলি: জনক, পিতা
উদাহরণ: জাতির জনক

৩. ঊর্ধ্বক্রমবাচকতা { ক্ষত্রিয় | হিন্দু পৌরাণিক মানব | হিন্দু পৌরাণিক সত্তা ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |

অর্থ: হিন্দু পৌরাণিক চরিত্র। হিন্দু পৌরাণিক মহাকাব্য রামায়ণ মতে, জনক মিথিলা নগরীর ধার্মিক রাজা ছিলেন।
[দেখুন: জনক (হিন্দু, পৌরাণিক )]

যৌগিক শব্দাবলি:

  • পূর্বপদ: জনকতনয়া, জনকদুহিতা, জনকনন্দিনী, জনকবংশ, জনকসুতা, জনকাত্মজা।
পদ: বিশেষণ
অর্থ: যিনি যে উৎপাদন করে।
সমার্থক শব্দাবলি: উৎপাদক, কর, কারক, জনয়িতা, বিধায়ক।

যৌগিক শব্দাবলি: আনন্দজনক, দুঃখজনক, নিন্দাজনক, ন্যক্কারজনক, বিপজ্জনক, লজ্জাজনক, লাভজনক, সন্দেহজনক।
বিপরীতার্থক শব্দাবলি:

সূত্র :