জনয়িতা
বানান বিশ্লেষণ: জ্+অ+ন্+অ+য়্+ই+ত্+আ
উচ্চারণ:
ɟɔ.no..t̪a (জ.নো.ই.তা)
শব্দ-উৎস: সংস্কৃত জনয়িতা> বাংলা জনয়িতা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
Ö জন্ (জন্মগ্রহণ করা)+ তৃ (তৃচ্)=জনয়িতৃ,=জনয়িতা কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা { নিকট পূর্ব-পুরুষ | পূর্ব-পুরুষ | জ্ঞাতি | আত্মীয়| ব্যক্তি| জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা | }
অর্থ: যিনি কোনো সন্তানের জন্ম দান করেছেন।
সমার্থক শব্দাবলি: আব্বা, আব্বু, জনক, জনয়িতা, জন্মদ, জন্মদাতা, জন্মদানকারী, পিতা , বাপ, বাবা।
ইংরেজি:
father, male parent, begetter
বিপরীতার্থক শব্দ:
  • স্ত্রীলিঙ্গার্থে: জনয়িত্রী
পদ: বিশেষণ
অর্থ: যিনি যে উৎপাদন করে।
সমার্থক শব্দাবলি: উৎপাদক, কর, কারক, জনয়িতা, বিধায়ক।
বিপরীতার্থক শব্দাবলি:

সূত্র :