জন্মদ
বানান বিশ্লেষণ: জ্+অ+ন্+ম্+অ+দ্+অ
উচ্চারণ:
ɟɔn.mo.d̪o
(জন্.মো.দো)
শব্দ-উৎস:
সংস্কৃত জন্মদ>
বাংলা জন্মদ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: জন্ম {
Ö
জন্ (জন্মগ্রহণ করা)+
মন্ (মনিন্),
কর্তৃবাচ্য}
+দ {
Ö
দা (দান করা)
+
অ (ক),
কর্তৃবাচ্য}
জন্ম দেয় যে/উপপদ তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
নিকট পূর্ব-পুরুষ |
পূর্ব-পুরুষ |
জ্ঞাতি |
আত্মীয়|
ব্যক্তি|
জীবসত্তা|
জীবন্তবস্তু|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা|
সত্তা |
}
অর্থ: যিনি কোনো সন্তানের জনক।
সমার্থক শব্দাবলি:
আব্বা,
আব্বু,
জনক,
জনয়িতা,
জন্মদ,
জন্মদাতা,
পিতা,
বাপ, বাবা।
ইংরেজি:
father, male parent, begetter
বিপরীতার্থক শব্দ:
সূত্র :
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫। পৃষ্ঠা:
৪৫৩
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান । (ক থেকে ঞ) আবু
ইসহাক। চৈত্র ১৪০৯/এপ্রিল ২০০৩। পৃষ্ঠা: ৬৬৩
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস।
সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ৮৩৩
- ভারতী বাঙলা অভিধান। বিশিষ্ট পণ্ডিত ও অধ্যাপকমণ্ডলী কর্তৃক
সম্পাদিত। ভারতী বুক স্টল। ১৯৫৯। পৃষ্ঠা: ৩০১
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
পৃষ্ঠা: ৩৭৮
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা: ৩৯০
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য
কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা: ২১৯
- শব্দার্থমুক্তাবলী বেণীমাধব দে। ১৭৮৮ শকাব্দ। পৃষ্ঠা: ৫৪৫
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা: ৩১৪- সচিত্র প্রকৃতিবাদ অভিধান (চতুর্থ সংস্করণ)। রামকমল
বিদ্যালঙ্কার। ১২৯৫। পৃষ্ঠা: ৬৯১।
সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)। সুবলচন্দ্র মিত্র। পৃষ্ঠা:
৫৫৪।
wordnet 2.1