১. ঊর্ধ্বক্রমবাচকতা { নিকট পূর্ব-পুরুষ | পূর্ব-পুরুষ | জ্ঞাতি | আত্মীয়| ব্যক্তি| জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা | }father, male parent, begetter
অর্থ: যিনি কোনো সন্তানের জনক।
সমার্থক শব্দাবলি: আব্বা, আব্বু, জনক, জনয়িতা, জন্মদ, জন্মদাতা, পিতা, বাপ, বাবা।
ইংরেজি:
পূর্বপদ: পিতাপুত্র, পিতামহ, পিতামহাদি, পিতামহী, পিতামাতা।
২.
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
ব্যক্তি |
জীবসত্তা|
জীবন্তবস্তু|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা|
সত্তা |
}
অর্থ: হিন্দু শাস্ত্রমতে- যিনি জন্মদান, সম্প্রদান, রক্ষা, আশ্রয় দেন এবং
অভিভাবক বা গুরু হিসেবে অধিষ্ঠিত হন। এই সকল অর্থে পঞ্চপিতা বা সপ্তপিতা
বিবেচনা করা হয়।
১. পঞ্চপিতা: জন্মদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, কন্যাদাতা (শ্বশুর), উপনয়ন দাতা (দীক্ষাগুরু)৩. ঊর্ধ্বক্রমবাচকতা { | আদ্যপ্রণেতা | প্রণেতা | ব্যক্তি| জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা | }
২. পঞ্চপিতা: জন্মদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, কন্যাদাতা (শ্বশুর), উপনয়ন দাতা (দীক্ষাগুরু, জ্ঞানদাতা (দীক্ষাগুরু) ও জ্যৈষ্ঠ ভ্রাতা।