পিতা
বানান বিশ্লেষণ: প্+ই+ত্+আ
উচ্চারণ:
pi.t̪a (পি.তা)
শব্দ-উৎস: প্রাক্-ইন্দো-ইউরোপিয়ান
pəter>  বৈদিক পিত্র> সংস্কৃত, পিত্র, পিতৃ, পিতা> বাংলা পিতা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
Ö পা + তৃ (তৃচ্)=পিতৃ>পিতা, কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { নিকট পূর্ব-পুরুষ | পূর্ব-পুরুষ | জ্ঞাতি | আত্মীয়| ব্যক্তি| জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা | }
অর্থ: যিনি কোনো সন্তানের জনক।
সমার্থক শব্দাবলি: আব্বা, আব্বু, জনক, জনয়িতা, জন্মদ, জন্মদাতা, পিতা, বাপ, বাবা।
ইংরেজি:
father, male parent, begetter
বিপরীতার্থক শব্দ: যৌগিকশব্দ:

পূর্বপদ: পিতাপুত্র, পিতামহ, পিতামহাদি, পিতামহী, পিতামাতা।

২. ঊর্ধ্বক্রমবাচকতা { | ব্যক্তি | জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা | }
অর্থ: হিন্দু শাস্ত্রমতে- যিনি জন্মদান, সম্প্রদান, রক্ষা, আশ্রয় দেন এবং অভিভাবক বা গুরু হিসেবে অধিষ্ঠিত হন। এই সকল অর্থে পঞ্চপিতা  বা সপ্তপিতা বিবেচনা করা হয়।

১. পঞ্চপিতা: জন্মদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, কন্যাদাতা (শ্বশুর), উপনয়ন দাতা (দীক্ষাগুরু)
২. পঞ্চপিতা: জন্মদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, কন্যাদাতা (শ্বশুর), উপনয়ন দাতা (দীক্ষাগুরু, জ্ঞানদাতা (দীক্ষাগুরু) ও জ্যৈষ্ঠ ভ্রাতা।
৩. ঊর্ধ্বক্রমবাচকতা { | আদ্যপ্রণেতা | প্রণেতা | ব্যক্তি| জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা | }
অর্থ: যাঁর পরিকল্পনা, কার্যক্রম, আদর্শ কোনো বিষয়ের প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করে। বিশেষ করে যাঁর আদর্শিক নেতৃত্বে কোনো জাতি-গোষ্ঠী বা রাষ্ট্র স্বাধিকারের মাধ্যমে স্বনামে প্রতিষ্ঠা পায়।
সমার্থক শব্দাবলি: জনক, পিতা।
উদাহরণ: জাতির পিতা।

৪. ঊর্ধ্বক্রমবাচকতা { পরমসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |
অর্থ: এক এবং অদ্বিতীয় পরম সত্তা, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম নিয়ন্ত্রক। একেশ্বর বিশ্বাসী ধর্মে আরাধনার সত্তা।
সমার্থক শব্দাবলি: পরমপিতা, জগৎপিতা।
উদাহরণ: তুমি আমাদের পিতা/ তোমায় পিতা বলে যেন জানি,/ তুমি করো না করো না রোষ।
        গীতবিতান, পূজা ৩৯২। রবীন্দ্রনাথ ঠাকুর
ইংরেজি:
Godhead, Lord, Creator, Maker, Divine, God Almighty, Almighty, Jehovah

সূত্র: