আলফা
বানান বিশ্লেষণ: আ+ল্+অ+ফ্+আ
উচ্চারণ:
al.fa (আল্.ফা)
শব্দ-উৎস: প্রাচীন
গ্রিক ἄλφα, álpha> নব্য গ্রিক άλφα> রোমান álfa> ইংরেজি Alpha> বাংলা আলফা
পদ: বিশেষ্য
  • ঊর্ধ্বক্রমবাচকতা {| বর্ণ | বর্ণচিহ্ন | লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ| বিমূর্তন | বিমূর্ত-সত্ত্বা | সত্তা}
  • অর্থ: গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ। এর বর্ণ চিহ্ন Α α আদিতে মিশরীয় হাইরোগ্লিফে এর সমতুল্য ছিল ষাড়ের মাথা। প্রাক্-সেমেটিক ষাড়ের মাথাই ছিল, তবে চিত্ররূপ ছিল একটু ভিন্নতর। এই রূপটি ফিনিশীয় লিপি আলেফ বর্ণে রূপ লাভ করে। এই বর্ণমালায় বর্ণটির ত্রিভুজাকার নিম্নাংশটি অনুভূমিক দিক-নির্দেশনায় উপস্থাপিত হয়েছে। এই বর্ণ থেকে গ্রিক আলফা বর্ণটির উদ্ভব হয়েছিল। পরে এই বর্ণ থেকে উদ্ভব হয়েছিল এট্রুস্কান এবং রোমান হরফ।

    মিশরীয় হাইরোগ্লিফ
    ষাড়ের মাথা

    প্রাক্-সেমেটিক
    ষাড়ের মাথা

    ফিনিশীয় লিপি
    আলেফ

    গ্রিক আলফা

    এট্রুস্ক্যান
    A

    ল্যাটিন, রোমান
    A