বিজ্ঞান
বানান বিশ্লেষণ: ব্+ই+জ্+ঞ্+আ+ন্+অ।
উচ্চারণ:
big.gãn (বিগ্.গ্যাঁন্)।
শব্দ-উৎস: সংস্কৃত বিজ্ঞান> বাংলা বিজ্ঞান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বি-√জ্ঞা জানা) + অন্ (ল্যুট)ভাববাচ্য। ক্লীবলিঙ্গ ।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { জ্ঞানশাখা | জ্ঞানক্ষেত্র | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: বিশেষভাবে চর্চিত এবং সুশৃঙ্খল জ্ঞানের অনুশীলন।
সমার্থক শব্দাবলি: বিজ্ঞান, বিদ্যা শাস্ত্র
ইংরেজি:
science, scientific discipline font
যুক্তপদ:
উত্তরপদ: জীববিজ্ঞান, প্রাণবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, যৌনবিজ্ঞান, শারীরবিজ্ঞান,