ন্ত
বানান বিশ্লেষণ:দ্+অ+ন্+ত্+অ
উচ্চারণ:
d̪ɔn.t̪o (দন্.তো)
শব্দ-উৎস:
সংস্কৃত দন্তঃ> বাংলা দন্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:দম্ (দমন করা) +ত (তন্), করণবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {অস্থি | কঙ্কাল যোজক কলা | যোজক কলা | প্রাণিকলা | কলা | দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ: অস্থিময় কঠিন বস্তু, যা ভার্টিব্রেট জাতীয় প্রাণীর জোয়ালে যুক্ত থাকে। এর সাহায্যে এ সকল প্রাণী খাদ্য দ্রব্য কামড় দেয়, চর্বন করে। কোনো কোনো প্রাণী এর দ্বারা শিকার করে বা প্রতিপক্ষকে আক্রমণ করে।
সমার্থক শব্দাবলি: দন্ত, দাঁত
ইংরেজি:
tooth
বিপরীত শব্দ: অদন্ত

সূত্র: