হংসপক্ষ
বানান বিশ্লেষণ: হ্+অ+ং+স+অ+প্+অ+ক্+ষ্+অ
উচ্চারণ:
ɦɔŋ.ʃo.pok.kʰo (হঙ্.শো.পোক্.খো)
শব্দ-উৎস: সংস্কৃত হংসপক্ষ> বাংলা হংসপক্ষ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হংসের পক্ষ / ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ : বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {পক্ষ। অঙ্গ | দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ: হাঁসের পাখা।

২. ঊর্ধ্বক্রমবাচকতা { প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: হস্তরেখা বিদ্যায় হাতের তালুতে দৃশ্যমান শুভসূচক চিহ্ন বা প্রতীক।


সূত্র: