হ্রেষা
বানান বিশ্লেষণ : হ্+র+এ+ষ্+আ
উচ্চারণ:
ɦre.ʃa (হ্রে.শা)
শব্দ-উৎস:
সংস্কৃত হ্রেষা> বাংলা হ্রেষা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হ্রেষ্ (অব্যক্ত শব্দ) + অ (অ), ভাববাচ্য+ আ (টাপ্)
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {পশু-চিৎকার | শব্দ | ঘটিত বিষয় | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা }

অর্থ:
ঘোড়ার ডাক।
সমার্থক শব্দাবলি: অশ্বরব, হ্রেষা,
হ্রেষিত

সূত্র: