১. ঊর্ধ্বক্রমবাচকতা { প্রারম্ভ | তৎক্ষণ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: জীবের নতুন জীবনকালের শুরুর দশা। বিশেষ করে স্তন্যপায়ীর মাতৃগর্ভ থেকে নির্গত হওয়া।
সমার্থক শব্দাবলি: জন্ম, জন্মগ্রহণ, জন্মপরিগ্রহ, জন্মলাভ, ভূমিষ্ঠ হওয়া।
ইংরেজি: birth
যৌগিক শব্দ:২. ঊর্ধ্বক্রমবাচকতা { সময়-কাল | মৌলিক পরিমাপ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
- পূর্বপদ: জন্মগ্রহণ, জন্মকাল, জন্মকালীন, জন্মক্ষেত্রে, জন্মগত, জন্মজয়ন্তী, জন্মতিথি, জন্মদান, জন্মদাস, জন্মদিন, জন্মদিবস, জন্মনক্ষত্র, জন্মপত্র, জন্মপত্রিকা, জন্মপরিগ্রহ, জন্মবার, জন্মবার্ষিকী, জন্মবাসর, জন্মবৃত্তান্ত, জন্মমাস, জন্মমৃত্যু, জন্মরহস্য, জন্মরাশি, জন্মস্থান, জন্মহেতু, জন্মোৎসব।
- পরপদ: নতুনজন্ম, নবজন্ম
অর্থ: জীবের জীবিত থাকার সময়সীমা। জন্ম থেকে মৃত্যপর্ন্ত সময়।
সমার্থক শব্দাবলি: ব্যাপ্তী অর্থে- আয়ু, আয়ুষ্কাল, জন্ম, জীবন, জীবনকাল।
উদাহরণ: এ জন্মে সব শেষ করা হলো না।
ইংরেজি: life, lifetime, life-time, lifespanযৌগিক শব্দ:
- পূর্বপদ: জন্ম-অকর্মণ্য, জন্মএয়োতি, জন্মএয়ো, জন্মকর্ম, জন্মকুণ্ডুলী, জন্মকোষ্ঠী, জন্মজন্মান্তর, জন্মদ, জন্মদা, জন্মদাতা, জন্মদাত্রী, জন্মদান, জন্মাবচ্ছেদ, জন্মবিচ্ছিন্ন, জন্ম-তপস্বনী, জন্মরোগী, জন্মশোধ, জন্মাধিকার, জন্মান্তর, জন্মান্ধ, জন্মাবধি।
- পরপদ: আজন্ম, ইহজন্ম, অন্যজন্ম, নরজন্ম. পরজন্ম, পুনর্জন্ম, পূর্বজন্ম, মানবজন্ম, মনুষ্যজন্ম ।
৩. ঊর্ধ্বক্রমবাচকতা {আরম্ভ | ঘটিত বিষয় | কার্যক্রম | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: কোনো ঘটিত বিষয়ের শুরুর দশা হলো আরম্ভ। এই আরম্ভের ভিতর দিয়ে উদ্ভব হয় নতুন কোনো দশা বা অবস্থা। এই উদ্ভুত দশা থেকেই যা কিছুর উদ্ভব হয়, তাই হলো জন্ম।
সমার্থক শব্দাবলি: আবির্ভাব, উদ্ভব, জন্ম, সৃষ্টি।
উদাহরণ: অশান্তির জন্ম, রোগের জন্ম।
পদ:
বিশেষণ
অর্থ: উৎপত্তির সাথে সহজাত গুণ
সমার্থক শব্দাবলি: স্বভাবজাত, সহজাত।
উদাহরণ: এ হলো তার জন্মের দোষ।
যৌগিক শব্দ:
সূত্র :