জুই
বানান্ বিশ্লেষণ : জ্+উ+ই
উচ্চারণ:
ɟui
(জুই)
শব্দ-উৎস:
সংস্কৃত
যূথী >
প্রাকৃত জুহী>
বাংলা জুঁই, জুই
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
ফুল |
প্রজনন অঙ্গ |
উদ্ভিদাঙ্গ |
উদ্ভিদাংশ
|
প্রাকৃতিক লক্ষ্যবস্তু |
এককঅংশ
|
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক
সত্তা |
সত্তা | }
অর্থ: পুষ্পস্তবকযুক্ত এমন বিশেষ অর্থে
Jasminum
গণের একটি ফুল। এর নাম যূথিকা
সমার্থক শব্দাবলি:
জুই,
জুঁই,
যুঁই,
যূথিকা,
যূথী
[দেখুন:
যূথিকা (উদ্ভিদ কোষ)]
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম ও দ্বিতীয় খণ্ড)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ভূর্জপত্র।
দোলযাত্রা ১৩৯৭।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান। সুবলচন্দ্র
মিত্র।