যূথী
বানান্ বিশ্লেষণ : য্+ঊ+থ্+ঈ
উচ্চারণ:
ɟu.t̪ʰi (জু.থি)
শব্দ-উৎস: সংস্কৃত যূথী> বাংলা যূথী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: যূথ (স্তবক)+ অ (অচ্) + ঈ (ঙীষ)
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { ফুল | প্রজনন অঙ্গ  | উদ্ভিদাঙ্গ | উদ্ভিদাংশ | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ: পুষ্পস্তবকযুক্ত এমন বিশেষ অর্থে
Jasminum গণের একটি ফুল। এর নাম যূথিকা
সমার্থক শব্দাবলি: জুই , জুঁই, যুঁইযূথিকা, যূথী
         [দেখুন: যূথিকা (উদ্ভিদ কোষ)]
সূত্র: