১. কোনো কিছুর মানসিক প্রতিরূপ যা বাস্তবে প্রত্যক্ষ হয় নি এবং এই অর্থে যা বর্তমানে অনুপস্থিত। এই অর্থে কল্পন হলো মানস রচনা।
সমার্থক শব্দাবলি: কল্পন, কল্পনা, পরিকল্পনা।
২. কোনো কিছুর মানসিক প্রতিরূপ যা বাস্তবে প্রত্যক্ষ হয় নি এবং এই অর্থে যা বর্তমানে অনুপস্থিত। কিন্তু হওয়া সম্ভব এমন ভাবনা দ্বারা সিদ্ধান্ত গ্রহণ।
সমার্থক শব্দাবলি: অনুমান, কল্পন, কল্পনা।