কল্পন
বানান বিশ্লেষণ: ক্+অ+ল্+প্+অ+ন্
উচ্চারণ:
kɔl.pon (কল্‌.পোন্)
শব্দ উৎস: সংস্কৃত কল্পনম্> বাংলা কল্পন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কল্পি {ক৯প (ভাগ করা)> √কল্প্ (ভাগ করা) + অন (যুচ্), ভাববাচ্য}
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ:

১. কোনো কিছুর মানসিক প্রতিরূপ যা বাস্তবে প্রত্যক্ষ হয় নি এবং এই অর্থে যা বর্তমানে অনুপস্থিত। এই অর্থে কল্পন হলো মানস রচনা।
সমার্থক শব্দাবলি: কল্পন,
কল্পনা, পরিকল্পনা।

২.
কোনো কিছুর মানসিক প্রতিরূপ যা বাস্তবে প্রত্যক্ষ হয় নি এবং এই অর্থে যা বর্তমানে অনুপস্থিত। কিন্তু হওয়া সম্ভব এমন ভাবনা দ্বারা সিদ্ধান্ত গ্রহণ।
সমার্থক শব্দাবলি: অনুমান, কল্পন,
কল্পনা


সূত্র: