কৈ
বানান্ বিশ্লেষণ : ক্+ঐ
উচ্চারণ:
koi (কোই)
শব্দ-উৎস: সংস্কৃত কবয়ী>প্রাকৃত কঅঈ>কঈ>বাংলা কই, কৈ
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { মৎস্য | জলজ মেরুদণ্ডী | মেরুদণ্ডী | কর্ডেট  | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ:
Anabantidae গোত্রের অন্তর্গত এক প্রকার সুস্বাদু মাছ। এটি মিঠা পানির মাছ। সাধারণত নদী, খাল এবং বিল, পুকুর এবং যে কোনো ক্ষুদ্র জলাশয়ে পাওয়া যায়।

সমার্থক শব্দাবলি:
কই, কবয়ি, কৈ ।
     [বিস্তারিত: কই [মৎস]]

সূত্র: