কবয়ি
বানান্ বিশ্লেষণ : ক্+অ+ব্+য়্+ই
উচ্চারণ:
kɔ.boĕ.i
(ক.বোয়্.ই)
শব্দ-উৎস:
সংস্কৃত
কবয়ি>বাংলা
কবয়ি
রূপাতত্ত্বিক বিশ্লেষণ:
ক-
√
বয়্ (গতি) +
ই (ইন্),
কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
মৎস্য |
জলজ মেরুদণ্ডী |
মেরুদণ্ডী
|
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
অর্থ: Anabantidae
গোত্রের অন্তর্গত এক প্রকার সুস্বাদু মাছ। এটি মিঠা পানির মাছ। সাধারণত নদী, খাল
এবং বিল, পুকুর এবং যে কোনো ক্ষুদ্র জলাশয়ে পাওয়া যায়।
সমার্থক শব্দাবলি:
কই, কবয়ি
কৈ
।
[বিস্তারিত:
কই [মৎস]
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস।