প্রীতি
বানান বিশ্লেষণ:প্+র্+ঈ+ত্+ই
উচ্চারণ:
pri.t̪i
[প্রি.তি]
।
শব্দ-উৎস:
সংস্কৃত প্রীতি>
বাংলা প্রীতি
১. রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
প্রী
(প্রীতিভাব) +
তি
(ক্তিন্),
ভাববাচ্য
পদ:
বিশেষ্য।
অর্থ:
যা সন্তোষজনক বা আনন্দদায়ক।
সমার্থক শব্দাবলি: খুশি, তৃপ্তি, সন্তোষ
২.
প্রী
(প্রীতিভাব) +
তি
(ক্তিন্),
কর্মবাচ্য
১.অর্থ: যার
দ্বারা প্রেমপূর্ণ আনন্দলাভ করা যায়।
সমার্থক শব্দাবলি: প্রণয়, প্রেম, ভালোবাসা।
২.অর্থ: যার দ্বারা স্নেহযুক্ত আনন্দলাভ করা যায় ।
সমার্থক শব্দাবলি: স্নেহ।
৩. পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
শ্রুতি |
সাঙ্গীতিক স্কেল|
সঙ্গীতোপযোগী ধ্বনি
|
শ্রবণ
যোগাযোগ
|
যোগাযোগ
|
বিমূর্তন
|
বিমূর্ত
সত্তা|
সত্তা
|}
অর্থ: ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত ২২ শ্রুতির মধ্যে
১২তম শ্রুতি। নারদীয় শিক্ষায়- এর জাতি ছিল মৃদু। অহোবলের রচিত সঙ্গীত পারিজাত
গ্রন্থে- এই শ্রুতিতে অবস্থিত স্বরের নাম ছিল তীব্রতম গান্ধার। শার্ঙ্গদেব রচিত
সঙ্গীতরত্নাকরে অবস্থিত স্বরের নাম চ্যুত মধ্যম।
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সঙ্গীত পারিজাত। অহোবল
- সঙ্গীতরত্নাকর। শারঙ্গদেব
- সরল বাঙ্গালা
অভিধান
। সুবলচন্দ্র
মিত্র।