রব
বানান বিশ্লেষণ:
র্+অ+ব্+অ
উচ্চারণ:
rɔb
(রব্)
শব্দ-উৎস:
সংস্কৃত
রব >
বাংলা
রব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
রু
(শব্দ করা) +
র (রক্)
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{শব্দ|
যান্ত্রিক প্রপঞ্চ
|
ভৌত প্রপঞ্চ
|
প্রাকৃতিক প্রপঞ্চ
|
প্রপঞ্চ
|
দৈহিক প্রক্রিয়া
।
দৈহিক সত্তা
|
সত্তা
|}
অর্থ:
যা ধ্বনিত হয়। এই অর্থে ধ্বনি বা শব্দ
সমার্থক শব্দাবলি:
আওয়াজ,
ধ্বনি
,
নাদ
, রব
শব্দ
সূত্র :
বঙ্গীয় শব্দকোষ
(প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
wordnet 2.1