শব্দ
বানান বিশ্লেষণ: শ্+অ+ব্+দ্+অ
উচ্চারণ: ʃɔb. d̪o
(শব্.দো)
শব্দ-উৎস:
সংস্কৃত শব্দ>
বাংলা শব্দ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
শব্দ (শব্দকরণ) +
তি (ক্তিন্),
ভাববাচ্য
পদ :
বিশেষ্য
-
ঊর্ধ্বক্রমবাচকতা
{শব্দ|
যান্ত্রিক প্রপঞ্চ |
ভৌত প্রপঞ্চ |
প্রাকৃতিক প্রপঞ্চ |
প্রপঞ্চ |
দৈহিক প্রক্রিয়া ।
দৈহিক সত্তা |
সত্তা |}
- অর্থ: যান্ত্রিক প্রক্রিয়া বস্তু থেকে
আগত কম্পনের সূত্রে যে শক্তি তৈরি হয় এবং তা কোনো মাধ্যম্যের মধ্য দিয়ে
সঞ্চালিত হয়। তরঙ্গাকারে সঞ্চালিত ও শক্তিই হলো শব্দ। ঘটমান ক্রিয়া হিসেবে শব্দ
জগতের অন্যান্য প্রপঞ্চের মতই একটি প্রপঞ্চ।
- সমার্থক শব্দাবলি:
আওয়াজ,
ধ্বনি,
নাদ,
নিনাদ,
শব্দ,
হ্রাদ।
-
- ঊর্ধ্বক্রমবাচকতা
{শ্রবণ যোগাযোগ |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
- অর্থ: যার দ্বারা শ্রবণ যোগাযোগ সম্পন্ন হয়।
প্রাচীন ভারতের ঋষিরা শ্রবণযোগাযোগের মাধ্যম হিসেবে 'নাদ' শব্দ ব্যবহার করেছেন।
এঁদের মতে নাদ বা শব্দ দুই ভাবে উৎপন্ন হতে পারে। এর একটি হলো 'অনাহত নাদ',
অপরটি 'আহত নাদ'। অনাহত নাদের সাথে ব্স্তুর কম্পনজাত কোনো সম্পর্ক নেই। আহত
নাদের মাধ্যমে মানুষ শ্রবণযোগাযোগ স্থাপন করে থাকে। তবে সকল আহত নাদ মানুষ শুনতে
পায় না। তাই সকল আহত নাদ
শ্রবণযোগাযোগ স্থাপন করতে পারে না।
[দেখুন:
নাদ (বিশ্বকোষ)।
শব্দ
(বিশ্বকোষ)]
- সমার্থক শব্দাবলি:
আওয়াজ,
ধ্বনি,
নাদ,
নিনাদ,
শব্দ,
হ্রাদ।
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা
একাডেমী, ঢাকা। মার্চ ২০০৫।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি.
আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান । জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ।
নভেম্বর ২০০০।
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোককুমার বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত
পুস্তক ভাণ্ডার, বইমেলা ১৪০৮
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
-
wordnet 2.1