নাদ
বানান বিশ্লেষণ: ন্+আ+দ্+অ
উচ্চারণ: nad̪
(নাদ্)
শব্দ-উৎস:
সংস্কৃত নাদ>
বাংলা নাদ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
নদ্ (অব্যক্ত ধ্বনি)
+
অ (ঘঞ্),
ভাববাচ্য} ।
পদ :
বিশেষ্য
-
ঊর্ধ্বক্রমবাচকতা
{শব্দ|
যান্ত্রিক প্রপঞ্চ |
ভৌত প্রপঞ্চ |
প্রাকৃতিক প্রপঞ্চ |
প্রপঞ্চ |
দৈহিক প্রক্রিয়া ।
দৈহিক সত্তা |
সত্তা |}
- অর্থ: যান্ত্রিক প্রক্রিয়া বস্তু থেকে
আগত কম্পনের সূত্রে যে শক্তি তৈরি হয় এবং তা কোনো মাধ্যম্যের মধ্য দিয়ে
সঞ্চালিত হয়। তরঙ্গাকারে সঞ্চালিত ও শক্তিই হলো শব্দ। ঘটমান ক্রিয়া হিসেবে শব্দ
জগতের অন্যান্য প্রপঞ্চের মতই একটি প্রপঞ্চ।
- সমার্থক শব্দাবলি:
আওয়াজ,
ধ্বনি,
নাদ,
নিনাদ,
শব্দ,
হ্রাদ।
[]নাদ
- ঊর্ধ্বক্রমবাচকতা
{শ্রবণ যোগাযোগ |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
- অর্থ: যার দ্বারা শ্রবণ যোগাযোগ সম্পন্ন হয়।
প্রাচীন ভারতের ঋষিরা শ্রবণযোগাযোগের মাধ্যম হিসেবে 'নাদ' শব্দ ব্যবহার করেছেন।
এঁদের মতে নাদ বা শব্দ দুই ভাবে উৎপন্ন হতে পারে। এর একটি হলো 'অনাহত নাদ',
অপরটি 'আহত নাদ'। অনাহত নাদের সাথে ব্স্তুর কম্পনজাত কোনো সম্পর্ক নেই। আহত
নাদের মাধ্যমে মানুষ শ্রবণযোগাযোগ স্থাপন করে থাকে। তবে সকল আহত নাদ মানুষ শুনতে
পায় না। তাই সকল আহত নাদ
শ্রবণযোগাযোগ স্থাপন করতে পারে না।
[দেখুন:
নাদ (বিশ্বকোষ)।
শব্দ
(বিশ্বকোষ)]
- সমার্থক শব্দাবলি:
আওয়াজ,
ধ্বনি,
নাদ,
নিনাদ,
শব্দ,
হ্রাদ।
- যুক্তশব্দ:
অভিধান ও গ্রন্থসূত্র সূত্র:
-
চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার
অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮। পৃষ্ঠা: ২৩৫
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ১১৯০।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান।
মার্চ ২০০৫। পৃষ্ঠা: ৬৭৪।
- বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় খণ্ড)।
জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ১১৮০।
-
বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র রায়
বিদ্যানিধি। ভূর্জপত্র। ১৩৯৭ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ৫০১।
-
বৃহদ্দেশী । মতঙ্গ। সম্পাদনা: শ্রীরাজ্যেশ্বর মিত্র। সংস্কৃত পুস্তক
ভাণ্ডার। কলকাতা। ১৯৯২ খ্রিষ্টাব্দ।
- শব্দবোধ
অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা: ৫০২।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা: ৪৯৪।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
পৃষ্ঠা: ৩০৯।- সংসদ বাংলা অভিধান। বৈদ্যুতিন সংস্করণ। শিশির শুভ্র
সম্পাদিত। পৃষ্ঠা: ৪৫৪।
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোক কুমার বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত
পুস্তক ভাণ্ডার। ১৪০৮ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ২৩৫।
- সরল বাঙালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)। সুবলচন্দ্র মিত্র।
পৃষ্ঠা: ৭৩১।
Dictionary Bengali, Sanskrit, Explained in English,
Sir Graves C. Haughton, KNT K.H. London
(প্রকাশকাল
অজ্ঞাত। পৃষ্ঠা: ১৫৫৩)
wordnet 2.1
(প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র কর্তৃক প্রকাশিত বৈদ্যুতিন সংস্করণ)।