রথ
বানান বিশ্লেষণ: র্+অ+থ্+অ
উচ্চারণ:
rɔt̪ʰ (রথ্)
শব্দ-উৎস: সংস্কৃত রথ> বাংলা রথ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
রম্ (আনন্দ লাভ) + থ (কথন), ম লোপ>রথ করণবাচ্য
পদ:
বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {বাহন  | যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

২. ঊর্ধ্বক্রমবাচকতা {অশ্ববাহিত যান চক্রযানবাহন | যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ: চাকাযুক্ত ঘোড়ায় টানা হাল্কা যাত্রীবাহী গাড়ি। এই গাড়িতে দুটি বা চারটি চাকা থাকতে পারে। সাধারণত অভিজাত শ্রেণির ঘোড়ার গাড়িকে রথ বলা হয়। এ গাড়িতে চারটি চাকা থাকে। ঘোড়ার সংখ্যা থাকে একাধিক। পৌরাণিক কাহিনিতে রথের ব্যবহার দেখা যায় যুদ্ধক্ষেত্রে। মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধে সেনানায়করা রথে চড়ে নিজে যুদ্ধ করেছেন এবং সেনাবাহিনীকে পরিচালনা করেছেন। এই সকল রথে একজন রথচালক ছিল। রথচালককে সারথি বলা হয়েছে।

ইংরেজি:  chariot  
 

যুক্তশব্দ: