সাদা
বানান বিশ্লেষণ: স্+আ+দ্+আ
উচ্চারণ:
[শা.দা] [ʃa.d̪a]
শব্দ-উৎস: ফার্সি সাদ্হ্> বাংলা সাদা
পদ:

১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {বর্ণহীন রঙ | রঙ দরশনগত লক্ষণগুণ | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: বস্তুর রঙের তারতম্য ঘটে আলোর তীব্রতা, বস্তুর রঙগ্রাসী গুণ, আলোকদূষণ ইত্যাদির কারণে। এই তারতম্যকে বলা হয় রঙ-বৈষম্য
(hue) । সবমিলিয়ে প্রকাশ পায় রঞ্জকতা। বস্তুর উপর আপতিত আলোর সব রং যখন শোষিত হয়, তখন তা বর্ণহীন হয়ে কালো দেখায়। আবার সকল রঙই যদি বস্তু থেকে প্রতিফলিত হয়, তখন তা সাদা দেখায়। আবার সাদা ও কালো মিলে তৈরি হয় ধূসর। তাই এই তিনটি রঙকে বলা হয় বর্ণহীন (achromatic color, achromatic colour)। 

২. পদ: রঙের নাম হিসেবে বিশেষ্য। তবে অন্যপদকে বিশেষিত করে, তাই বাক্যে পদটি অনেক সময় বিশেষণ হয়ে যায়।

অর্থ:

২.১. যা সাদা রঙের।
সমার্থক শব্দাবলি: শ্বেত, শাদা, সাদা
উদাহরণ:
সাদা শাড়ি, সাদা মেঘ ইত্যাদি।
ইংরেজি:
white, whiteness
 

২.২ স্বভাব, মন ইত্যাদির বিচারে যা সহজ সরল।
সমার্থক শব্দাবলি: অকপট, অকুটিল, কপটতাশূন্য, কপটতাহীন, খোলা, ছলহীন, সরল
উদাহরণ: সাদামন

২.৩. অর্থ: যাতে লেখা বা অঙ্কন করা হয় নি।
উদাহরণ: সাদা পাতা, সাদা কাগজ

২.৪. অর্থ:
যা সাধারণ মানের।
উদাহরণ: