সীসা
বানান বিশ্লেষণ: স্+ঈ+স্+আ
উচ্চারণ:
ʃi.ʃa (শি.শা)।
শব্দ-উৎস:
সংস্কৃত সীস> বাংলা সীস>সীসা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
সি (বন্ধন করা) + ক্বিপ্ (০)= সী - সো (অবসান)+ =সীস +আ
পদ: বিশেষ্য   অর্থ: এক প্রকার মৌলিক পদার্থ [বিস্তারিত: সীসক (বিশ্বকোষ)]
সমার্থক শব্দাবলি: সীস, সীসক , সীসা