স্বর
বানান্ বিশ্লেষণ : স্+ব্+অ+র্+অ।
উচ্চারণ: ʃɔr (শর্)

শব্দ-উৎস: সংস্কৃত স্বরঃ>বাংলা  স্বর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: স্বৃ  (শব্দ করা) + অ (অচ্), কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { স্বর | সাঙ্গীতিক স্কেল | সঙ্গীতোপযোগী ধ্বনি | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: সঙ্গীতোপযোগী শব্দের ব্যবহারিক উপাদন বিশেষ। এটি সুরের মৌলিক উপাদান হিসেবেই বিবেচিত হয়ে থাকে।
ইংরেজি : note, musical note, tone। [দেখুন: স্বর (সঙ্গীত)]
 

১.১. যে কোন ধ্বনির সাধারণ নাম। (কলস্বর)।
১.২.
মানুষ বা অন্যান্য প্রাণীর কণ্ঠজাত ধ্বনি অর্থে কণ্ঠস্বর, রব। (মনুষ্যস্বর, কুহুস্বর)
১.৩. সঙ্গীতে ব্যবহৃত ধ্বনি একক। ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে এর নাম স্বর। সাধারণভাবে ৭টি শুদ্ধ স্বর এবং ৫টি বিকৃত স্বর মিলে একটি সপ্তক গঠিত হয়। ইংরেজি : note, musical note, tone

২. বিশেষণ
১. ব্যাকরণে যে ধ্বনি বা বর্ণ অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয়। (স্বরধ্বনি, স্বরবর্ণ, স্বরভক্তি, স্বরভেদ, স্বরসন্ধি)
২. যা কণ্ঠসঙ্গীত বা যন্ত্রসঙ্গীতে ধ্বনি একক হিসাবে লিখিত বা উচ্চারিত হয়।  (স্বরগ্রাম, স্বরলিপি, স্বরসঙ্গতি)
৩. যা সাধারণ ধ্বনি হিসাবে বিবেচিত হয়। (স্বরকম্প, স্বরসংযোগ, স্বরস্পন্দন)।

৪. যা কণ্ঠ থেকে উৎপন্ন হয়। (স্বরনাশক, স্বরঘ্ন, স্বরভঙ্গ, স্বরসংযোগ, স্বরহানি)।
৫. যা কোনো বিশেষ উদ্দেশ্যে বিশেষ স্থান থেকে উৎপন্ন হয়। (বাঁশির স্বরছিদ্র)

 


তথ্যসূত্র:
ভারতীয় সঙ্গীতের ইতিহাস । প্রথম খণ্ড। স্বামী প্রজ্ঞানন্দ
ভারতীয় সঙ্গীতকোষ
। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। বৈশাখ ১৩৭২।
রাগ ও রূপ। স্বামী প্রজ্ঞানন্দ। জুলাই ১৯৯৯।
সরল বাংলা অভিধান। সুবলচন্দ্র মিত্র
বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দ্যোপাধ্যায়