স্তন
বানান্ বিশ্লেষণ: স্+অ+ত্+অ+ন্+অ
উচ্চারণ:
st̪ɔn (স্তন্)
শব্দ-উৎস: সংস্কৃত স্তন> বাংলা স্তন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: স্তন্+ অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { স্তন্যগ্রন্থি | বহিঃক্ষরা গ্রন্থি | গ্রন্থি | অঙ্গ | দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: স্তন্যগ্রন্থি থেকে নিঃসারিত দুগ্ধ (স্তন্য) নিঃসরণের জন্য যে অংশ স্ফীতাকারে দেহের বাইরে প্রকাশ পায়। এই বিচারে স্তন শব্দটি নারী অঙ্গ হিসেবে বিবেচিত হয়ে থাকে। পুরুষের দেহের স্তনচিহ্ন থাকে, কিন্তু তা গ্রন্থি হিসেবে বিকশিত হয় না। তারপরেও নারীর স্তনের বিচারে একেই স্তন বলা হয়।

সমার্থক শব্দাবলি: কুচ, পয়োধর, মাই, স্তন
ইংরেজি শব্দাবলি:
breast, bosom, knocker, boob, tit, titty
যুক্তশব্দ: স্তনকর, স্তনক্যান্সার, স্তনবিভাজিকা, স্তনবৃত্ত, স্তনবৃন্ত, স্তনশুল্ক, স্তনাগ্র।