হিন্দু পৌরাণিক স্থান
সনাতন হিন্দু ধর্মের পৌরাণিক স্থান।
ঊর্ধ্বক্রমবাচকতা {হিন্দু পৌরাণিক স্থান | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
 
ব্যাখ্যা:
ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের নানা ধরনের পৌরাণিক কাহিনিতে এমন কিছু স্থান আছে, যা বিশেষভাবে পৌরাণিক কাহিনিতেই পাওয়া যায়। কখনো ঐতিহাসিকভাবে অনুমান এরূপ স্থানের সন্ধান পাওয়া গেলেও এ সকল স্থান পৌরাণিক কাহিনিতেই বিশেষভাবে প্রতিষ্ঠিত। যেমন- কুরক্ষেত্রে, কুশদ্বীপ ইত্যাদি।