যোগসূত্র

প্রাচীন ভারতে
যোগশাস্ত্রকে যথাযথ অনুশীলনের জন্য, বহুবিধ বিধি বা সূত্র সৃষ্টি হয়েছিল। ধারণা করা হয়, খ্রিষ্টপূর্ব দ্বিতীয় বা তৃতীয় শতকে পতঞ্জলি নামক জনৈক ঋষি যোগসূত্রগুলো একত্রিত করে, একটি পৃথক শাস্ত্রে রূপ দেন। পতঞ্জলির যোগসূত্রগুলো- চারটি পাদে বিভক্ত। এই পাদগুলো হলো


সূত্র :
যোগাসনে রোগ আরোগ্য
। ডঃ রমেন মজুমদার
রোগারোগ্যে যোগব্যায়াম। কানাইলাল সাহা
যোগ সন্দর্শন। ডাঃ দিব্যসুন্দর দাস
যোগ ব্যায়াম। সবিতা মল্লিক