মালভিড্‌স
Malvids
জীববিজ্ঞানের প্লান্টি রাজ্যের একটি থাক বিশেষ।

পুষ্পক উদ্ভিদের
(Angiosperms) একটি বৃহৎ থাক । এটি APG IV শ্রেণিবিন্যাস পদ্ধতি অনুযায়ী রোসিডস্ থাকের ৩টি প্রধান থাকের একটি। অন্য দুটি হলো- ভিটালেস, ফ্যাবিডস

মালভিড্‌স-এর অধীনে প্রায় ৫৮,০০০ প্রজাতি রয়েছে। এগুলো প্রায় ৮-১০টি উদ্ভিদ ক্রম (Order) এবং ১৭টি পরিবার নিয়ে গঠিত। এটি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উদ্ভিদ গোষ্ঠীগুলোর একটি।

মালভিড্‌স-এর সাধারণ বৈশিষ্ট্য হলো- এর অধিকাংশ প্রজাতিই কাষ্ঠল উদ্ভিদ (গাছ, গুল্ম, লতা)। পাতায় প্রায়ই উপপত্র থাকে। ফুল সাধারণত পঞ্চসংখ্যক বা চতুর্সংখ্যক। অনেক পরিবারে মিউসিলেজ (শ্লেষ্মা) কোষ বা চ্যানেল থাকে ।

মালভিড্‌স বাংলাদেশের দৈনন্দিন জীবন, কৃষি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। কয়েকটি উদাহরণ: ক্রমবিবর্তন
১২.কোটি থেকে ১১.৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে সুপাররোসিডস থাকটি দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো- রোসিডস্ এবং স্যাক্সিফ্রাগালেস বর্গ।
১.৫০ থেকে ১০.৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে রোসিডস্ থাকটি টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো- ফ্যাবিডস এবং মালভিডস।
১১.১-৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই মালভিডিস থাক থেকে উদ্ভব হয়েছিল ৮টি বর্গ। এগুলো হলো-

১.  মিরটেলেস বর্গ। ১১.১-১০.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। এই বর্গ থেকে পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল- পেয়ারা, জাম, ইউক্লিপ্টাস ইত্যাদি গাছ।
২,  সাপিন্ডেলেস বর্গ: ৯.৮-৮.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। যেমন আম, লিচু, লেবু, নিম, মেহগিনি। 
৩. জেরানিয়ালেস বর্গ: ৯.০-৮.৫  কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। বিভিন্ন আলংকারিক ফুলের গাছ (যেমন: জেরানিয়াম)।
৪.
মালভেলেস বর্গ: ৯.২-৮.২  কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। এতে আগর গাছ, তুলা, ঢেঁড়স ইত্যাদি পড়ে।
৫. ব্রাসিকেলেস বর্গ: ৯.০-৮.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। যেমন সরিষা, ওলকপি, পেঁপে।
৬. ক্রোসোসোমাটেলস বর্গ: ৯.০-৮.০ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। কিছু গুল্ম জাতীয় উদ্ভিদ। 
৭. পিক্রামনিয়ালেস বর্গ: ৮.৫-৭.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। ছোট একটি বর্গ, মূলত ক্রান্তীয় অঞ্চলের গাছ।
৮. হুয়ের্তিয়ালেস বর্গ: ৯.৫-৮.০ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। খুবই ক্ষুদ্র একটি বর্গ।