|
১. মিরটেলেস বর্গ। ১১.১-১০.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। এই বর্গ থেকে পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল- পেয়ারা, জাম, ইউক্লিপ্টাস ইত্যাদি গাছ।
২, সাপিন্ডেলেস বর্গ: ৯.৮-৮.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। যেমন আম, লিচু, লেবু, নিম, মেহগিনি।
৩. জেরানিয়ালেস বর্গ: ৯.০-৮.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। বিভিন্ন আলংকারিক ফুলের গাছ (যেমন: জেরানিয়াম)।
৪. মালভেলেস বর্গ: ৯.২-৮.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। এতে আগর গাছ, তুলা, ঢেঁড়স ইত্যাদি পড়ে।
৫. ব্রাসিকেলেস বর্গ: ৯.০-৮.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। যেমন সরিষা, ওলকপি, পেঁপে।
৬. ক্রোসোসোমাটেলস বর্গ: ৯.০-৮.০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। কিছু গুল্ম জাতীয় উদ্ভিদ।
৭. পিক্রামনিয়ালেস বর্গ: ৮.৫-৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। ছোট একটি বর্গ, মূলত ক্রান্তীয় অঞ্চলের গাছ।
৮. হুয়ের্তিয়ালেস বর্গ: ৯.৫-৮.০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল। খুবই ক্ষুদ্র একটি বর্গ।