|
৩১.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ট্রায়াকিয়োফাইট থাক থেকে উদ্ভব হয়েছিল সবীজ উদ্ভিদ
তথা
স্পের্ম্যাটোফাইট
থাকের উদ্ভিদ।
১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
স্পের্ম্যাটোফাইট
থাক থেকে উৎপন্ন হয়েছিল
এন্জিয়োসফার্ম থাক
তথা সপুস্পক উদ্ভিদ। এরপর এই থাক থেকে উৎপন্ন হয়েছিল
ইউডিকোটস থাকের উদ্ভিদ।
১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ইউডিকোটস থাক থেকে উদ্ভব
হয়েছিল
সুপাররোসিডস থাকের উদ্ভিদ।
১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই থাকটি দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি
হলো- রোসিডস্ এবং
স্যাক্সিফ্রাগালেস বর্গ।
১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে রোসিডস্
থাকটি ৩টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো- ভিটালেস,
ফ্যাবিডস এবং মালভিডস।
৯৯-৮৯- খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই মালভিডিস থাক থেকে উদ্ভব হয়েছিল
মাইর্টালেস
বর্গের উদ্ভিদ।