রোসিডস
Rosids
জীববিজ্ঞানের ভিরিডিপ্ল্যান রাজ্যের একটি থাক বিশেষ। পৃথিবীর মোট সপুষ্পক উদ্ভিদের প্রায় এক-চতুর্থাংশ (২৫%+) এই রোসিডস-এর অন্তর্ভুক্ত।

রোসিডস-এর প্রধান বৈশিষ্ট্য
১. পুষ্পমঞ্জুরি ও ফুলের গঠন মুক্ত পাপড়ি: রোসিডস উদ্ভিদের ফুলের পাপড়িগুলো সাধারণত একটি থেকে অন্যটি আলাদা থাকে। তবে বিবর্তনের উচ্চতর স্তরে গিয়ে কিছু উদ্ভিদে পাপড়ি কিছুটা যুক্ত হতে দেখা যায়।
২, দ্বি-স্তরীয় পুংকেশর: এদের ফুলে সাধারণত পাপড়ির সংখ্যার তুলনায় দ্বিগুণ পুংকেশর থাকে এবং সেগুলো দুটি স্তরে সাজানো থাকতে পারে।
৩, ফুলের গঠন: এদের ফুল সাধারণত সুষম বা প্রতিসম  হয়ে থাকে, তবে শিম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে বিষম প্রতিসম ফুলও দেখা যায়।
৪ গর্ভাশয় ও ডিস্ক রোসিডস উদ্ভিদের ফুলের গোড়ায় মধু উৎপন্নকারী একটি বিশেষ চাকতি বা 'ডিস্ক' দেখা যায়, যা পরাগায়নের জন্য পতঙ্গদের আকৃষ্ট করে।
৫, গর্ভাশয়: এদের গর্ভাশয় সাধারণত ঊর্ধ্বমুখী হয়, তবে কিছু ক্ষেত্রে এটি নিম্নমুখীও হতে পারে।
৬. বীজের বৈশিষ্ট্য: এরা দ্বিবীজপত্রী। তাই এদের বীজে দুটি সুস্পষ্ট বীজপত্র থাকে।
৭. ক্র্যাসিনিউসেলেট ডিম্বক: এদের ডিম্বকের চারপাশের কোষস্তর বেশ পুরু এবং শক্তিশালী হয়।
রাসায়নিক ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্য ট্যানিনের উপস্থিতি: ক্রমবিবর্তন
১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে স্পের্ম্যাটোফাইট থাক থেকে উৎপন্ন হয়েছিল এন্‌জিয়োসফার্ম থাক তথা সপুস্পক উদ্ভিদ। এরপর এই থাক থেকে উৎপন্ন হয়েছিল ইউডিকোটস থাকের উদ্ভিদ।
১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ইউডিকোটস থাক থেকে উদ্ভব হয়েছিল কোর- ইউডিকোটস উদ্ভিদ এবং এই থাক থেকে উৎপন্ন হয়েছিল ২ টি পৃথক থাক। এগুলো হলো- বাসাল ইউডিকোটসসুপার ইউডিকোটস ১২ থেকে ১০.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে সুপাররোসিডস থাক থেকে উৎপন্ন হয়েছিল দুটি থাক। এগুলো হলো- সাক্সিফ্রাগালেস ও রোসিডস্ থাক।

আনুমানিক খ্রিষ্টপূর্ব ১১.৫ থেকে ১১ কোটি অব্দের ভিতরে রোসিডস্ থাকটি ২টি ভাগে বিভাজিত হয়েছিল। এগুলো হলো-