|
১. পুষ্পমঞ্জুরি ও ফুলের গঠন মুক্ত পাপড়ি: রোসিডস উদ্ভিদের ফুলের পাপড়িগুলো সাধারণত একটি থেকে অন্যটি আলাদা থাকে। তবে বিবর্তনের উচ্চতর স্তরে গিয়ে কিছু উদ্ভিদে পাপড়ি কিছুটা যুক্ত হতে দেখা যায়।রাসায়নিক ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্য ট্যানিনের উপস্থিতি:
২, দ্বি-স্তরীয় পুংকেশর: এদের ফুলে সাধারণত পাপড়ির সংখ্যার তুলনায় দ্বিগুণ পুংকেশর থাকে এবং সেগুলো দুটি স্তরে সাজানো থাকতে পারে।
৩, ফুলের গঠন: এদের ফুল সাধারণত সুষম বা প্রতিসম হয়ে থাকে, তবে শিম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে বিষম প্রতিসম ফুলও দেখা যায়।
৪ গর্ভাশয় ও ডিস্ক রোসিডস উদ্ভিদের ফুলের গোড়ায় মধু উৎপন্নকারী একটি বিশেষ চাকতি বা 'ডিস্ক' দেখা যায়, যা পরাগায়নের জন্য পতঙ্গদের আকৃষ্ট করে।
৫, গর্ভাশয়: এদের গর্ভাশয় সাধারণত ঊর্ধ্বমুখী হয়, তবে কিছু ক্ষেত্রে এটি নিম্নমুখীও হতে পারে।
৬. বীজের বৈশিষ্ট্য: এরা দ্বিবীজপত্রী। তাই এদের বীজে দুটি সুস্পষ্ট বীজপত্র থাকে।
৭. ক্র্যাসিনিউসেলেট ডিম্বক: এদের ডিম্বকের চারপাশের কোষস্তর বেশ পুরু এবং শক্তিশালী হয়।
১. মালপিঘিয়ালেস বর্গ: আবির্ভাবকাল ৯.৫
- ৮ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
২. অক্সালিডালেস বর্গ: আবির্ভাবকাল ৯
- ৮ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৩. সেলাসট্রালেস: আবির্ভাবকাল ৯ - ৮ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৪. রোসালেস বর্গ: আবির্ভাবকাল ৮.৯ - ৭.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৫. ফাগালেস বর্গ: আবির্ভাবকাল ৮.৫ -
৭ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৬. কুকারবিটলেস বর্গ: আবির্ভাবকাল ৮.৫ -
৭ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৭. জাইগোফাইলালেস: আবির্ভাবকাল ৮ - ৬.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৮. ফ্যাবালেস
বর্গ: আবির্ভাবকাল ৭.৫ -
৬.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।