সারঙ্গ রঙ্গ
নজরুল ইসলামের রচিত সারং অঙ্গের রাগভিত্তিক সঙ্গীতালেখ্য। এই আলেখ্যটি বেতারে তিন বার প্রচারিত হয়েছিল। সারং অঙ্গের ৮টি রাগ নিয়ে এই সঙ্গীতালেখ্যটি রচিত হয়েছিল।

১. মেঘ-বিহীন খর বৈশাখে [তথ্য] [রাগ: সামন্ত সারং]
২. অগ্নিগিরি ঘুমন্ত উঠিল জাগিয়া [তথ্য] [লঙ্কাদাহন সারং]
৩. হংস-মিথুন ওগো যাও ক'য়ে যাও [তথ্য]  [বড়হংস সারং]
৪.বৃন্দাবনী কুঙ্কুম আবির রাগে যেন [তথ্য] [বৃন্দাবনী সারং]
৫.ধূলি-পিঙ্গল জটাজুট মেলে
[তথ্য]  [শুদ্ধ সারং]
৬.
চৈতালি চাঁদিনী রাতে [তথ্য] [মধুমাদ সারং ]
৭. বল্‌ রাঙা হংসদূতী তার বারতা
[তথ্য][রক্তহংস সারং]
৮.
ভবনে আসিল অতিথি সুদূর [তথ্য][গৌড়সারং ]