নজরুল সঙ্গীতের বিষয়াঙ্গ
সনাতন হিন্দুধর্ম। বিষয়
বৈচিত্র্যের বিচারে এই গানগুলোকে দুটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। যেমন-
ইসলামী গান: ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত গান
- প্রার্থনা: আল্লাহ বা নবীর কাছে প্রার্থনা
- মোনাজাত: এই জাতীয় গানে আল্লা কাছে প্রার্থনা করা হয়
- আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও
- নিবেদন (নবী):
হজরত মুহম্মদ (সাঃ)-এর কাছে যে কোনো নিবেদনমূলক
গান
- হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে [গান-২৯৯]
[তথ্য]
- বন্দনা:
- হামদ: আল্লার বন্দনামূলক গান
- এই সুন্দর ফুল এই সুন্দর ফল
- নাত: হজরত মুহম্মদ (সাঃ)-এর বন্দনামূলক গান
প্রেম: এই জাতীয় গানে নরনারী প্রেমবিষয়ক কথন থাকবে।
সঙ্গীত:
এই জাতীয় গানে বিশেষভাবে ভারতীয় শাস্ত্রীয়সঙ্গীতের রাগের লক্ষণগুণ উপস্থাপিত হয়েছে।
স্বদেশ: স্বদেশ এবং স্বদেশের মানুষের কল্যাণের জন্য রচিত গান
শিশুতোষ গান:
এই জাতীয় গান শিশুদের মনোরঞ্জনের জন্য রচিত হয়েছিল। যেমন-
- অ-মা! তোমার বাবার নাকে
[তথ্য]
- লাল টুক্টুক্ মুখে হাস
[তথ্য]
- উদ্দীপনামূলক: স্বদেশ এবং স্বদেশবাসীর ভিতর দেশপ্রেম ও জাতীয়তাবোধ
জাগ্রত করার জন্য রচিত গান। যেমন-
- দে দোল দে দোল ওরে দে দোল
- ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়
- আশ্বাস: হতাশগ্রস্থ জনসাধারণের ভিতর
আশা-সঞ্চারের উদ্দেশ্যে রচিত গান। যেমন-
- দুঃখ কি ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিব ফিরে [
তথ্য]
আত্ম-বোধন: এই জাতীয় গানের ভিতরে রয়েছে নিজের কল্যাণ ও শুভ বোধের বিকাশের
জন্য আত্ম-প্রার্থনা।
লোকসুরের গান: লোক সুরের আদলে সৃষ্ট গান
- বাউল: বাউল ভাবদর্শে রচিত গান
- পায়ের বেড়ি কাটল না
- বেলা গেল সন্ধ্যা হল, ওরে এখন খোল আঁখি
- বেদ-গান: বেদে সম্প্রদায়ের সাপ খেলার সাথে সম্পর্কিত গান। যেমন-
- খা খা খা বক্ষিলারে খা
- বেদিয়া-বেদিনী ছুটে আয় আয় আয়
- ভাটিয়ালি:
- ঝুমুর: বাংলা রাঢ় এবং তৎসংলগ্ন অঞ্চলের লোক গান।
যেমন-
- বনের হরিণ আয় রে
- সখি সাপের মনি বুকে করে
মাধ্যম: প্রচার মাধ্যম হিসেবে নজরুলের গানগুলো
প্রচারিত হয়েছিল চলচ্চিত্র, বেতার
চলচ্চিত্রের গান:
সে সকল গান কোনো বিশেষ চলচ্চিত্রের
জন্য নজরুল ইসলাম ব্যবহার করেছেন।
নাট্যগীতি:বিভিন্ন নাটকে ব্যবহৃত গানকে এই তালিকায় অন্তর্ভুক্ত
করা হয়েছে।
পালাগান: পালাগানে ব্যবহৃত গান।
- মান যদি করি প্রিয় [পালাকীর্তন]
- আকাশে হেলান দিয়ে [তথ্য]
লেটোগান
গীতিআলেখ্য:
গীতি-আলেখ্যতে ব্যবহৃত গান। যেমন-
আনুষ্ঠানিক: কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে রচিত গান
স্মৃতিকাতরতা: এই জাতীয় গানে রয়েছে অতীত দিনের স্মৃতিকে অবলম্বন করে কোনো
কথন
- মাতৃস্মৃতি: মায়ের স্মৃতিকে অবলম্বন করে রচিত গান। যেমন-
- অনির্দেশিত: এই জাতীয় গানে স্মৃতিকাতরতা আছে, কিন্তু কার উদ্দেশ্যে
তা সুনির্দিষ্ট নয়
হাসির গান: রঙ্গরসের গানকে এই পর্যায়ে রাখা হয়েছে। যেমন-
- স্বকীয়
- গিন্নীর চেয়ে শালী ভালো
- গিন্নীর ভাই হারিয়ে গেছে
-
প্যারোডি
বিচিত্র: নানা ভাবের গানের সংকলন হিসেবে বিবেচিত।
- আমি ছন্দ ভুল চির-সুন্দরের নাট-নৃত্যে গো
- ওরে ও স্রোতের ফুল [স্রোতে ভেসেআসা ফুলকে নিয়ে]
- কেন গো যোগিনী [সম্ভবত রাগ যোগিয়াকে সঙ্গীতরূপ নিয়ে লেখা]
- গুরুমন্ত্র তোমার উঠল জ্বলে [গুরুবন্দনা]
- জাগো জাগো নববধূ [বধূবরণ]
- তারকা নূপুরে নীল নভে ছন্দ শোন্ [ছন্দ বৃষ্টি প্রপাত]
-
ধ্যান
ধরি কিসে হে গুরু
- নাইয়া কর পার [প্রার্থনা ]
- নিশিথ স্বপন তোর ভুলে যা নিশি শেষে [সান্ত্বনা]
- পরাজিত হ'ল অপরাজিতার কাছে
- সকল জাতির সব মানুষের বন্ধু [হাজী মোঃ মহসিনের স্মরণে]
- হৃদয়-সরসী দুলালে পরশি গত নিশি।