নজরুল ইসলামের
২১ বৎসর অতিক্রান্ত বয়স
১৩২৭ বঙ্গাব্দের ১০ই জ্যৈষ্ঠ
(সোমবার ২৪শে মে ১৯২০ খ্রিষ্টাব্দ) নজরুলের ২০ বৎসর বয়স পূর্ণ হয়েছিল। ১৩২৭
বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (মঙ্গলবার ২৫শে মে ১৯২০ খ্রিষ্টাব্দ) ২১ বৎসরের সূচনা হয়।
১৩২৮ বঙ্গাব্দের ১০ই জ্যৈষ্ঠ (মঙ্গলবার ২৪শে মে ১৯২১ খ্রিষ্টাব্দ) ২১ বৎসর পূর্ণ
হয়েছিল।
নজরুলের সঙ্গীত রচনার
দ্বিতীয় পর্বের দ্বিতীয় অধ্যায় ছিল তাঁর ২১ বৎসর অতিক্রান্ত বয়সের রচিত নতুন ১৯টি
গান। কালানুক্রমিক সংখ্যার বিচারে এই গানগুলোকে ৩-২১ সংখ্যামানে নির্ধরাণ করা হয়েছে।
উল্লেখ্য এই গানগুলোর কাল নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের প্রকাশিত পত্রিকা ও পরবর্তী
সময়ে প্রকাশিত
ছায়ানট
(২২ সেপ্টেম্বর ১৯২৫ খ্রিষ্টাব্দ, ৬
আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ) কাব্যগ্রন্থে নির্দেশিত
তারিখ অনুসারে।
এই সময়ে ৬টি পত্রিকায় নতুন গান প্রকাশিত হয়েছিল। এইগুলো হলো-
- বাদল-কালো স্নিগ্ধা আমার
[তথ্য]
রচনার স্থান ও কাল: কলিকাতা। অজ্ঞাত।
প্রথম প্রকাশ:
মোসলেম ভারত
[আষাঢ় ১৩২৭, জুন-জুলাই ১৯২০)
নজরুলের বয়স: ২১ বৎসর ১ মাস।
- আজ নতুন করে পড়ল মনে মনের মতনে
[তথ্য]
রচনার স্থান ও কাল: কলিকাতা। অজ্ঞাত।
প্রথম প্রকাশ:
বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা। শ্রাব্ণ ১৩২৭ বঙ্গাব্দ (জুলাই-আগষ্ট ১৯২০ খ্রিষ্টাব্দ)।
নজরুলের বয়স: ২১ বৎসর ২ মাস।
- বন্ধু আমার! থেকে থেকে কোন্ সুদূরের বিজন-পূরে
[তথ্য]
রচনার স্থান ও কাল: বরিশাল। আশ্বিন ১৩২৭ (অক্টোবর-নভেম্বর ১৯২০)
প্রথম প্রকাশ:
মোসলেম ভারত
[কার্তিক ১৩২৭ (অক্টোবর-নভেম্বর ১৯২০)
নজরুলের বয়স: ২১ বৎসর ৪ মাস।
- হয়তো তোমার পাব দেখা
[তথ্য]
রচনার স্থান ও কাল: বরিশাল। আশ্বিন ১৩২৭ (অক্টোবর-নভেম্বর ১৯২০)
প্রথম প্রকাশ:
মোসলেম ভারত [পৌষ ১৩২৭ (ডিসেম্বর ১৯২০-জানুয়ার ১৯২১)।
নজরুলের বয়স: ২১ বৎসর ৪ মাস।
- পথিক ওগো চলতে পথে তোমায় আমায়
[তথ্য]
রচনার স্থান ও কাল: বরিশাল। আশ্বিন ১৩২৭ (অক্টোবর-নভেম্বর ১৯২০)
প্রথম প্রকাশ:
নারায়ণ [মাঘ ১৩২৭ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯২১) সংখ্যায় বাণী অংশ মুদ্রিত হয়েছিল।
নজরুলের বয়স: ২১ বৎসর ৪ মাস।
- কোন মরমীর মরম-ব্যথা আমার বুকে বেদনা হানে
[তথ্য]
রচনার স্থান ও কাল: বরিশাল। আশ্বিন ১৩২৭ (অক্টোবর-নভেম্বর ১৯২০)
প্রথম প্রকাশ:
মোসলেম ভারত
পত্রিকার 'ফাল্গুন ১৩২৭' (ফেব্রুয়ারি-মার্চ ১৯২১)
নজরুলের বয়স: ২১ বৎসর ৪ মাস।
- ঘোমটা-পরা কাদের ঘরের বৌ
[তথ্য]
রচনার স্থান ও কাল: কলিকাতা। কার্তিক ১৩২৭।
প্রথম প্রকাশ: স্বরমূর্ছনা [কার্তিক ১৩২৭ (অক্টোবর-নভেম্বর ১৯২০)। মোহিনী
সেনগুপ্তা-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
[নমুনা]
নজরুলের বয়স: ২১ বৎসর ৫ মাস।
-
আজ যুগের পরে ঘরকে ফিরে
[তথ্য]
রচনার স্থান ও কাল: কলিকাতা। কার্তিক ১৩২৭'।
প্রথম প্রকাশ:
নারায়ণ
[অগ্রহায়ণ ১৩২৭ (নভেম্বর-ডিসেম্বর ১৯২০)
[নমুনা]
নজরুলের বয়স: ২১ বৎসর ৫ মাস।
-
অগ্নি ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে
[তথ্য]
রচনার স্থান ও কাল: কলিকাতা।
এই গানটি রচনার সাথে বিশেষভাবে জড়িয়ে আছেন- ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী দলের
অন্যতম সদস্য
বারীন্দ্রকুমার
ঘোষ। ১৯০৮ খ্রিষ্টাব্দের ৩০শে এপ্রিল, রাত সাড়ে বারটায় বিহারের মুজাফ্ফরপুর ইউরোপীয়ান
ক্লাবের সামনে
ক্ষুদিরাম বসু
ও প্রফুল্ল
চাকী বোমা নিক্ষেপ করেন। এই বোমা হামলার পর পুলিশ অনুসন্ধানের সূত্রে ২রা মে, ৩২ নম্বর মুরারিপুকুরের বাগান বাড়িতে বোমা তৈরির কারখানা আবিষ্কার করে এবং বোমা তৈরি
মূল পরিকল্পনাকারী হিসেবে বারীন্দ্রকুমার ঘোষকে গ্রেফতার করা হয়। পুলিশ এই বোমা
হামলার তদন্তের সূত্রে ১৯০৮ খ্রিষ্টাব্দের ২১শে মে একটি মামলা দায়ের করে। ঐতিহাসিকভাবে
এই মামলা 'আলীপুর বোমা মামলা' নামে অভিহিত হয়ে থাকে। এই মামলার রায় প্রকাশিত হয় ৬ই
মে। এই রায় অনুসারে বারীন ঘোষকে ফাঁসি দেওয়া হয়। পরে আপিলে
তাঁর মৃত্যুদণ্ড রহিত করা হয় এবং ১৯০৯ খ্রিষ্টাব্দে তাঁকে আন্দামানে পাঠানো হয়।
প্রায় এক দশক পর ব্রিটিশ-ভারতীয় সরকার রাজনৈতিক বন্দীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত
নিলে, ১৯২০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে আশ্বিন
(১৩২৭ বঙ্গাব্দ) দিকে বারীন
ঘোষকে কলকাতায় এনে মুক্তি দেওয়া হয়।
বারীন্দ্রকুমার
ঘোষ কলকাতায় এসে সেকালের প্রখ্যাত মাসিক পত্রিকা 'নারায়ণ'-এ যোগদান করেন। উল্লেখ্য, এই পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৩২১
বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে। সম্পাদক ছিলেন শ্রীচিত্তরঞ্জন দাশ। উল্লেখ্য, তাঁর
কলকাতায় আসার আগে থেকেই থেকেই তাঁর রচিত 'দ্বীপান্তরের কথা' ধারাবাহিকভাবে '
নারায়ণ'-এ প্রকাশিত হয়েছিল। নজরুল বিপ্লবী
বারীন্দ্রকুমার ঘোষ-কে অত্যন্ত শ্রদ্ধা করতেন। সেই সাথে তাঁর লেখা পাঠ করে,
নজরুল তাঁর ভক্ত হয়ে পড়েন।
মোসলেম ভারত পত্রিকার 'ভাদ্র ১৩২৭'
সংখ্যায় প্রকাশিত নজরুলের রচিত বাঁধন-হারা গল্পের অংশবিশেষ প্রকাশিত হয়েছিল।
'
নারায়ণ'-এর 'অগ্রহায়ণ ১৩২৭' সংখ্যায়, এই গল্পের প্রশংসা করা হয়েছিল। এই সূত্রে নজরুল বারীন্দ্রকুমারকে
কবিতাকারে একটি চিঠি লেখেন এবং বন্ধু পবিত্র গঙ্গোপাধ্যায়কে দিয়ে তা কবিতাটি
পাঠিয়েছিলেন। এ কবিতাটির প্রথম দুটি চরণ ছিল-
অগ্নি-ঋষি অগ্নিবীণা তোমায় সাজে;
তাই তো তোমার বহ্নি-রাগে বেদন-বেহাগ বাজে।
এই বিচারে গানটির সূচনা হয়েছিল নজরুলের ২১ বৎসর ৬ মাস বয়সে। এই কবিতাটিকে পরে
নজরুল গানে পরিণত করেছিলেন।
প্রথম প্রকাশ:
উপাসনা পত্রিকা
পত্রিকার শ্রাবণ ১৩২৮ বঙ্গাব্দ (জুলাই-আগষ্ট ১৯২১) সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এর
শিরোনাম ছিল 'অগ্নি-ঋষি'। শিরোনামের নিচে লেখা ছিল- 'তিলক-কামোদ-ঝাঁপতাল'।
নজরুলের বয়স: ২১ বৎসর ৬ মাস।
- ওরে এ কোন্ স্নেহ-সুরধুনী নামল
[তথ্য]
রচনার স্থান ও কাল: দেওঘর। পৌষ ১৩২৭। ডিসেম্বর ১৯২০-জানুয়ারি
১৯২১
প্রথম প্রকাশ:
মোসলেম ভারত [ফাল্গুন ১৩২৭ (ফেব্রুয়ারি-মার্চ ১৯২১)। মোহিনী সেনগুপ্তা-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
[
নমুনা]
নজরুলের বয়স: ২১ বৎসর ৭ মাস।
- ঐ ঘাসের ফুল
[তথ্য]
রচনার স্থান ও কাল: দেওঘর। পৌষ ১৩২৭। ডিসেম্বর ১৯২০-জানুয়ারি
১৯২১।
প্রথম প্রকাশ:
ছায়ানট
(কাব্যগ্রন্থ) [২২ সেপ্টেম্বর ১৯২৫ ( মঙ্গলবার ৬ আশ্বিন ১৩৩২)]
শিরোনাম:
অ-কেজোর গান।
নজরুলের বয়স: ২১ বৎসর ৭ মাস।
- মহান তুমি প্রিয়
[তথ্য]
রচনার স্থান ও কাল: কলিকাতা।
অজ্ঞাত
প্রথম প্রকাশ:
সওগাত।
পৌষ ১৩২৭ (ডিসেম্বর ১৯২০-জানুয়ার ১৯২১)
নজরুলের বয়স: ২১ বৎসর ৭ মাস।
- আমার ঘরের পাশ দিয়ে
[তথ্য]
রচনার স্থান ও কাল: দেওঘর। মাঘ ১৩২৭
প্রথম প্রকাশ:
সওগাত
পত্রিকার মাঘ ১৩২৭ (জানুয়ারি-ফেব্রুয়ার ১৯২১)।
নজরুলের বয়স: ২১ বৎসর ৮ মাস।
- এই নীরব নিশীথ রাতে [তথ্য]
রচনার স্থান ও কাল: ফাল্গুন ১৩২৭(ফেব্রুয়ারি-মার্চ ১৯২১)
প্রথম প্রকাশ:
ছায়ানট
(কাব্যগ্রন্থ) [২২ সেপ্টেম্বর ১৯২৫ ( মঙ্গলবার ৬ আশ্বিন ১৩৩২)]
শিরোনাম: 'ব্যথা-নিশীথ'।
নজরুলের বয়স: ২১ বৎসর ৯ মাস।
- যাস্ কোথা সই এক্লা
[তথ্য]
রচনার স্থান ও কাল:
ফাল্গুন ১৩২৭ (ফেব্রুয়ারি-মার্চ ১৯২১)
প্রথম প্রকাশ:
ছায়ানট
(কাব্যগ্রন্থ) [২২ সেপ্টেম্বর ১৯২৫ ( মঙ্গলবার ৬ আশ্বিন ১৩৩২)]
শিরোনাম:
দুপুর অভিসার।
নজরুলের বয়স: ২১ বৎসর ৯ মাস।
- নিরুদ্দেশের পথে যেদিন প্রথম আমার যাত্রা
[তথ্য]
রচনার স্থান ও কাল:
চৈত্র ১৩২৭ (মার্চ-এপ্রিল ১৯২১)
প্রথম প্রকাশ:
নারায়ণ।
চৈত্র ১৩২৭ (মার্চ-এপ্রিল ১৯২১)।
[নমুনা]
নজরুলের বয়স: ২১ বৎসর ১০ মাস।
- ঐ সর্ষে ফুলে লুটালো কার
[তথ্য]
রচনার স্থান ও কাল:
ট্রেনে কুমিল্লার পথে/চৈত্র ১৩২৭' (এপ্রিল ১৩২১)
প্রথম প্রকাশ:
ছায়ানট
(কাব্যগ্রন্থ) [২২ সেপ্টেম্বর ১৯২৫ ( মঙ্গলবার ৬ আশ্বিন ১৩৩২)]
শিরোনাম:
নীল-পরী
নজরুলের বয়স: ২১ বৎসর ১০ মাস।
- রেশমি চুড়ির শিঞ্জিনীতে
[তথ্য]
রচনার স্থান ও কাল:
'দৌলৎপুর, কুমিল্লা। বৈশাখ
১৩২৮'। (এপ্রিল ১৩২১)
প্রথম প্রকাশ:
ছায়ানট
(কাব্যগ্রন্থ) [২২ সেপ্টেম্বর ১৯২৫ ( মঙ্গলবার ৬ আশ্বিন ১৩৩২)] শিরোনাম '
পাপড়ি খোলা'।
নজরুলের বয়স: ২১ বৎসর ১১ মাস।
- কোন্ সুদূরের চেনা বাঁশি
[তথ্য
রচনার স্থান ও কাল:
ছায়ানট
কাব্যগ্রন্থে গানটির রচনাকাল ও স্থানের উল্লেখ
আছে -'কলিকাতা/শ্রাবণ, ১৩২৮। কিন্তু গানটি ভারতী পত্রিকার 'বৈশাখ ১৩২৮' সংখ্যার ৭০
পৃষ্ঠায় মুদ্রিত হয়েছিল। ধারণা করা যায়, ছায়ানট কাব্যগ্রন্থে উল্লিখিত তারিখটি
ভুলক্রমে লেখা হয়েছিল।
প্রথম প্রকাশ:
ভারতী
[বৈশাখ ১৩২৮ (এপ্রিল-মে
১৯২১)। শিরোভাগে রয়েছে- 'মা-মরা খোকার মৃত্যুশয্যায় পিতা গাচ্ছেন। সুর 'বৈকালী মেঠো
বাউল'। পৃষ্ঠা ৭০]
[নমুনা]
নজরুলের বয়স: ২১ বৎসর ১১ মাস।