বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: দেব আশীর্বাদ – লহ সতী পুণ্যবতী
নাটক : ‘সতী (মন্মথ রায় রচিত)
দেব আশীর্বাদ – লহ সতী পুণ্যবতী
লহ ত্রিলোকের আশিস্ বাণী – লহ লহ আয়ুস্মতী॥
ধর পূজা আরতির শুভ বরণ ডালা
পর স্বর্গের মন্দার পারিজাত মালা,
রবি দিল কুণ্ডল সাগর মুকুতা দল
চাঁদ দিল চন্দন স্নিগ্ধ জ্যোতি॥
মঙ্গল ঘট দিল দেবী মেদিনী
পুণ্য সলিল দিল মন্দাকিনী
অগ্নি দিলেন দীপ- শুকতারা দিল টীপ
দিল ধান্য দুর্বা মুনি ঋষি তপতী॥
বিষ্ণু দিলেন তাঁর লীলা কমল
ব্রহ্মা দিলেন কমণ্ডলু জল –
সিঁথির সিন্দুর ভূষা দিলেন অরুণা ঊষা
(চির) এয়োতির নোয়া দিল অরুন্ধতী॥