ইরাকের পতাকা |
ইরাক
Iraq
দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর নাম
বাগদাদ।
প্রাচীন
মেসোপটেমিয়া
সভ্যতা গড়ে উঠেছিল ইরাকের
টাইগ্রিস (দজলা) ও
ইউফ্রেটিস (ফোরাত) নদীর
মধ্যবর্তী অঞ্চলে। মানবসভ্যতার সুপ্রাচীন অধিকারী এই দেশের
ইতিহাস সুদীর্ঘ। ইতিহাসের নানান চড়াই-উতড়াই পেরিয়ে আজকের ইরাক নাম রাষ্ট্রের
প্রতিষ্ঠা পেয়েছে।
ভৌগোলিক অবস্থান:
৩৩°
উত্তর
৪৩°
পূর্ব।
এর দক্ষিণে কুয়েত, সৌদি আরব ও
পারশ্য উপসাগর, পশ্চিমে জর্দান, উত্তর-পশ্চিমে সিরিয়া, উত্তরে তুরস্ক এবং পূর্বে
ইরান।
আয়তন: ৪,৩৮,৩১৭ বর্গকিলোমিটার (১,৬৯,২৩৫ বর্গমাইল)।
জনসংখ্যা: ৩,০৩,৯৯,৫২৭।
রাষ্ট্রীয় ভাষা: আরবি
ধর্ম: ইসলাম।
ইরাকে ইতিহাস
খ্রিষ্টপূর্ব ষষ্ঠ সহস্রাব্দে
ইরাকের
ইউফ্রেটিস
ও
টাইগ্রিস (দজলা) নদীর মধ্যবর্তী পলিসমৃদ্ধ
উর্বরভূমিতে মানুষের বসতি স্থাপন হয়। এই ভূমিকে সাধারণভাবে প্রাচীন মেসোপটেমিয়া নামে
অভিহিত হয়ে থাকে। এই অঞ্চলে মনুষ্য বসবাসের সূত্রে প্রথম দিকে কিছু নগর গড়ে উঠছিল।
প্রত্নতাত্ত্বিক গবেষণার সূত্রে জানা যায় জানা যায় যে, ১২,৫০০ থেকে ৯,৫০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে একদল শিকারী মানবগোষ্ঠী বসবাস
শুরু করেছিল। সাধারণভাবে এই অঞ্চলকে বলা হয় লেভান্ট
(Levant)।
এই সময়ের
প্যালেস্টাইন অঞ্চলের মানবগোষ্ঠীকে সাধারণভাবে
নাটুফিয়ান সভ্যতা মানুষ হিসেবে বিবেচনা
করা হয়।
এই সময় পৃথিবীর শেষ বরফযুগের অন্তিম দশায় ছিল। এর দক্ষিণে ছিল জুদাহ সাম্রাজ্য, মোয়াব সাম্রাজ্য
এবং মৃত সাগর, পূর্বে ছিল আম্মান সাম্রাজ্য। ৯৬০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে বরফযুগ শেষ হয়ে
গেলে সেকালের প্যালেস্ট্যান অঞ্চল বেশ উষ্ণ হয়ে উঠেছিল।
৯০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে জেরিকো অঞ্চলে কিছু মানুষ স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছিল।
এর ভিতর দিয়ে
জেরিকা সভ্যতা শুরু হয়েছিল।
প্যালেষ্টাইন এবং অন্যান্য অঞ্চল থেকে আগত ছোট ছোট মানব গোষ্ঠী বর্তমান ইরাকের ইউফ্রেটিস (ফোরাত) ও টাইগ্রিস (দজলা) নদীর মধ্যবর্তী অঞ্চলে বসতি স্থাপন করা শুরু করে। এরই মধ্য দিয়ে শুরু হয়েছিল প্রাক্-মেসোপটেমিয়াম সভ্যতা।
প্রাক্-মেসোপটেমিয়ান সভ্যতা
হিসেবে বিশেষভাবে চিহ্নিত করা হয়
উবাইদ
(Ubaid)
। এই সভ্যতার সময় ধরা হয় খ্রিষ্টপূর্ব ৬৫০০
থেকে ৩৮০০ অব্দ পর্যন্ত।
প্রাথমিক পর্যায়ে এই অঞ্চলে আগত মানুষ ছোটো বসতি গড়ে তুলেছিল। এই বসতির সন্ধান
পাওয়া গেছে বর্তমান ইরাকের দক্ষিণাঞ্চলের 'তেল-এল-ঔয়েইলি' অঞ্চলে।
৫৪০০ খ্রিষ্টপূর্বাব্দের ছোটো দুর্বল নগররাষ্ট্র গড়ে উঠেছিল। ৫৪০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা
এরিডু বা এরিদু নগরীর পত্তন করেছিল প্রতিষ্ঠা করেছিল। ৪৭০০
খ্রিষ্টপূর্বের ভিতরে
এরিদু একটি সমৃদ্ধশালী নগরে পরিণত হয়েছিল। উল্লেখ্য, সুমেরিয়ান
পৌরাণিক কাহিনি অনুসারে এই নগরী তৈরি করেছিলেন সুমেরিয়ান জলের দেবতা
এনকি। এই নগরীটি ছিল দেবতাদের বাসস্থান।
পরে এই নগরেকন্দ্রিক
সভ্যতা বিকাশলাভ করে বর্তমান ইরাকে দক্ষিণাঞ্চলের পারশ্য উপসাগর পর্যন্ত। এই
সময় এর উত্তরে ছিল
সামার্রা সভ্যতা।
মূলত
উবাইদ
(Ubaid) সভ্যতার
পরে, খ্রিষ্টপূর্ব ৪০০০-৩১০০ অব্দের মধ্যে মেসোপটেমিয়া অঞ্চলের সভ্যতাকে সাধারণভাবে
বলা হয়- সুমেরিয়ান সভ্যতা।
এই সভ্যতা গড়ে উঠেছিল উরুক-নগর রাষ্ট্যের সূত্রে।