গ্রাম: মধ্যমগ্রাম
গ্রামরাগ: পঞ্চম
রাগ প্রকৃতি: ভাষা (গীত)
জাতি: সম্পূর্ণ -সম্পূর্ণ
অংশস্বর : গান্ধার
ন্যাস স্বর: পঞ্চম
মালবপঞ্চম
গ্রামরাগের ভাবিনী
খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে রচিত মতঙ্গের রচিত 'বৃহদ্দেশী' গ্রন্থে
[পৃষ্ঠা: ১৯৩]-
যাষ্টিকের
উদ্ধৃতিতে এই গ্রামরাগের অন্তর্গত ১টি ভাষা রাগের তালিকা দেওয়া
হয়েছে। রাগটি হলো-ভাবিনী বা লোকভাবনী। কিন্তু এই রাগের বিবরণ এই
গ্রন্থে নেই।
কল্পনাথ একে বিভাষা রাগ হিসেবে উল্লেখ করেছেন। ঋষভ বর্জনের কারণে-
একে ষাড়ব জাতির রাগ বলা হয়।
গ্রাম: মধ্যমগ্রাম
গ্রামরাগ: মালবপঞ্চম
রাগ প্রকৃতি: ভাষা বা বিভাষা রাগ
জাতি: ষাড়ব-ষাড়ব
অংশস্বর: পঞ্চম
গ্রহস্বর: পঞ্চম
ন্যাস স্বর: পঞ্চম