গ্রামরাগ: ভিন্নষড়্জ
রাগ প্রকৃতি: ভাষারাগ
জাতি: ঔড়ব - ঔড়ব [ঋষভ ও পঞ্চম বর্জিত]
বৃহদ্দেশীতে বর্ণিত আক্ষিপ্তিকা নিচে তুলে ধরা হলো।

খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে
[পৃষ্ঠা: ২০২] বর্ণিত
টক্ক রাগের অন্তর্গত
১৬টি ভাষা রাগের একটি। বৃহদ্দেশীতে একে বলা হয়েছে 'সঙ্কীর্ণ' পর্যায়ের রাগ। এই রাগে গান্ধার ও
নিষাদের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। এই রাগটি অনেকের মতে ঋষভ
এবং পঞ্চম বর্জিত ঔড়ব জাতীয় রাগ।
বৃহদ্দেশীতে বর্ণিত ললিতা রাগের পরিচিতি
গ্রাম: ষড়্জ গ্রামবৃহদ্দেশীতে বর্ণিত ললিতা রাগেরআক্ষিপ্তিকা।
গ্রামরাগ: টক্ক
রাগ প্রকৃতি: ভাষা (গীত)
আরোহণ : স, অন্তর গান্ধার, ম, প, ধ, কাকলী নিষাদ, র্সা
আরোহণ: র্সা, কাকলী নিষাদ, প, ধ, ম, অন্তর গান্ধার, স
জাতি: ষাড়ব-ষাড়ব (ঋষভ বর্জিত)
গ্রহস্বর: ষড়্জ
অংশস্বর: ষড়্জ
ন্যাস স্বর: ষড়্জ