ত্বষ্টা
ঊর্ধ্বক্রমবাচকতা {  | আদিত্য | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ:
দ্বাদশ আদিত্যের একজন। মহাভারতের ত্বষ্টাকে বলা হয়েছে দেবশ্রেষ্ঠ মহাতপাঃ প্রজাপতি [উদ্যোগপর্ব। অষ্টম অধ্যায়]।

তিনি দেবরাজ
ইন্দ্রের ক্ষতি করার জন্য একটি ত্রিশিরা নামক একটি পুত্র উৎপাদন করেন। ত্রিশিরা তপস্যার দ্বারা ইন্দ্রকে অতিক্রম করার পর্যায়ে চলে গেলে, ইন্দ্র ত্রিশিরাকে হত্যা করেন। এই হত্যার প্রতিশোধের জন্য ত্বষ্টা বিত্রাসুর নামক এক অসুর তৈরি করেন।