১. পাশা নামক খেলা বা পাশা খেলার ঘুঁটি
সমার্থক শব্দাবলি: অক্ষ, পাশা, পাশক, পাশার ঘুঁটি
যুক্তশব্দ:পূর্বপদ: অক্ষ, অক্ষক, অক্ষকুশল, অক্ষকোবিদ, অক্ষক্রীড়া, অক্ষধর, অক্ষধূর্ত, অক্ষবতী,২. অঙ্কশাস্ত্রে বর্ণিত একটি অবস্থানের নাম। মূলত কোন রেখা থেকে কোনো স্থানের কৌণিক অবস্থান
সমার্থক শব্দাবলি: অক্ষ, ত্রিভূজের বাহু।
যুক্তশব্দ:পূর্বপদ: অক্ষকর্ণ,৩. যা ব্যাপ্ত করে, শরীরের সর্বত্র ছড়িয়ে থাকে এবং শরীরের সাথে বাইরের যোগাযোগ রক্ষা করে, এই অর্থে ইন্দ্রিয়।
সমার্থক শব্দাবলি: অক্ষ, ইন্দ্রিয়
যুক্তশব্দ:পূর্বপদ: অক্ষজ,৪. যা দৃষ্টি শক্তির দ্বারা ইন্দ্রিয়-কর্মেকে ব্যপ্ত করে।
সমার্থক শব্দাবলি: অক্ষ, অক্ষি, আঁখি, চক্ষু, চোখ
যুক্তশব্দ:পূর্বপদ: অক্ষপটল,৫. পৃথিবীর বিষুবরেখা থেকে যে কোনো স্থানের কৌণিক দূরত্ব।
সমার্থক শব্দাবলি: অক্ষ,
যুক্তশব্দ:পূর্বপদ: অক্ষদণ্ড, অক্ষরেখা, অক্ষবৃত্ত, অক্ষশক্তি, অক্ষাংশ৬. রুদ্রাক্ষ নামক বৃক্ষ বা তার ফল।
সমার্থক শব্দাবলি: অক্ষ, রুদ্রাক্ষ
যুক্তশব্দ:পূর্বপদ: অক্ষমালা, অক্ষমালী, অক্ষসূত্র