অকৌশল
বানান্ বিশ্লেষণ : অ-ক্+ঔ+শ্+অ+ল্+অ
উচ্চারণ:
ɔ.kou.ʃɔl [অ.কৌ.শল্]
শব্দ-উৎস:
সংস্কৃত অকৌশল> বাংলা অকৌশল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (ন) কৌশল/নঞ্ তৎপুরুষ
পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {অ-দক্ষতা | কর্মক্ষমতা | অভিজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: কৌশল নেই এই অর্থে- অকৌশল
সমার্থক শব্দাবলি:
অকৌশল, অদক্ষতা, অনৈপূণ্য, অপটুতা, কৌশলহীনতা, কৌশলাভাব।
উদাহরণ: অকৌশলের কাজ বিফলে যায়।
 

২. ঊর্ধ্বক্রমবাচকতা {অসৃজনশীল দশা| সৃজনশীলতা | কর্মক্ষমতা | অভিজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: কোনো সৃজনশীল কাজে সাধনাজাত দক্ষতা নেই এমন।
সমার্থক শব্দাবলি:
অকৌশল, শিল্পচাতুর্য।
উদাহরণ: শিল্পের অকৌশল শিল্পের পূর্ণতার  অন্তরায় হয়ে দাঁড়ায়।

৩. ঊর্ধ্বক্রমবাচকতা { অবিকৃতকরণ | বিকৃতকরণ | মন্দকর্ম | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: সততার সাথে যে কাজ সম্পন্ন করা হয় না, যা মিথ্যা বা অসরলতার দ্বারা সৃষ্ট বিকৃত উপায়ে করা হয়।
উদাহরণ: অনেকে অকৌশলকেই কার্যসিদ্ধের উপায় হিসেবে বিবেচনা করেন। এই অর্থে কৌশল এবং অকৌশল উভয় শব্দই ব্যবহৃত হয়।

সমার্থক শব্দাবলি: কৌশল, চাতুর্য, ছল, ফন্দি।