অংসভার
বানান বিশ্লেষণ : অ+ং+স্+অ+ভ্+আ+র্+অ।
উচ্চারণ:
ɔŋ.ʃo.bʰar (অঙ্‌.শো)

অঙ্.শো [ং-যুক্ত অ ধ্বনি একাক্ষর অং তৈরি করে। স ধ্বনি শো উৎপন্ন করে। ভা-এর সাথে রুদ্ধ র্ ধ্বনি মিলিত হয়ে একাক্ষর ভার্ ধ্বনি তৈরি করে।]

শব্দ-উৎস: সংস্কৃত अंसभार অংসভার>বাংলা অংসভার
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য  

১. ঊর্ধ্বক্রমবাচকতা { সামাজিক নিয়ন্ত্রণ | দলগত কার্যক্রম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
অর্থ: একটি সামাজিক চাপ (force), যার দ্বারা কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে বাধ্য হয়।
সমার্থক শব্দাবলি:
অংশভার, কাঁধের বোঝা, দায়, দায়িত্ব
উদাহরণ: বিধবা কন্যার অংসভার পিতামাতাকেই নিতে হয়।

ইংরেজি:
duty, responsibility, obligation

. ঊর্ধ্বক্রমবাচকতা {
| অনির্দিষ্ট পরিমাণ | পরিমা | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
অর্থ: অংসের (কাঁধ) উপর স্থাপিত বোঝা বা ভার।
সমার্থক শব্দাবলি: কাঁধের বোঝা, স্কন্ধস্থিত ভার।


সূত্র :