অংশীদারিত্ব
বানান বিশ্লেষণ :
অ+ং+শ্+ই+দ্+আ+র্+ই+ত্+ব্+অ।
উচ্চারণ: oŋ.ʃi.d̪a.rit̪.t̪o
(ওঙ্.শি.দা.রিত্.তো)
শব্দ-উৎস:
সংস্কৃত
অংশী+ফার্সি
دار
দার= অংশীদার>বাংলা
অংশীদার+ই=অংশীদারি
+ত্ব
।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√অংশ্ (ভাগ করা) +ইন্ (ণিনি)=অংশিন্>অংশী+দার (অধিকারী অর্থে)=অংশীদার+ ই (বৃত্তি অর্থে)+ত্ব।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
মনুষ্য
সম্পর্ক
|
সম্পর্ক
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
অর্থ: অংশীদারের ভাব বা অবস্থা
সমার্থক শব্দাবলি :
অংশিত্ব,
অংশিদারিত্ব,
ভাগাধিকারিত্ব।
উদাহরণ :
এই সম্পত্তির
অংশিদারিত্ব তাঁর কন্যার উপরই বর্তায়।
ইংরেজি :
partnership