বাহু
বানান বিশ্লেষণ:ব্+আ+হ্+উ
উচ্চারণ:
ba.ɦu (বা.হু)
শব্দ-উৎস:
সংস্কৃত বাহুঃ> বাংলা বাহু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বাধ্ (ব্যাঘাত, পীড়ন)+ উ (কু), করণবাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {প্রান্তীয় দেহাংশ | বহিঃস্থ দেহাংশ | দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: যা মূল দেহকাণ্ড থেকে বিক্ষিপ্ত হয়ে স্বতন্ত্রভাবে কাজ করতে সক্ষম এবং অঙ্গের প্রান্তীয় অংশ হিসেবে হলো হাত। শত্রুকে পীড়ন বা আঘাত করা যায়, এই অর্থে সংস্কৃত ভাষায় হাতকে বাহু বলা হয়েছে। বাংলাতে সাধারণভাবে বাহু স্কন্ধসন্ধি থেকে আঙুলের অগ্রভাগকে বলা হয়।
সমার্থক শব্দাবলি: কর, পাণি, বাহু,
ভুজ, হাত
যুক্তশব্দ:
উত্তরপদ: বাহুত্র, বাহুত্রাণ, বাহুবন্ধ, বাহুবল, বাহুযুদ্ধ।
পরপদ:
অংশুবাহু