ভুজ্
বানান বিশ্লেষণ: ভ্+উ+জ্+অ
উচ্চারণ:
bʰuj (ভুজ্)
শব্দ-উৎস: সংস্কৃত ভুজ> বাংলা ভুজ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ভুজ্ (ভোজন করা) + অ (ঘঞ্), করণবাচ্য
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {প্রান্তীয় দেহাংশ | বহিঃস্থ দেহাংশ | দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: মানব দেহের যে অংশ ভোজনের জন্য ব্যবহৃত হয়, এই অর্থে হাত।
সমার্থক শব্দাবলি: কর, বাহু, পাণি, ভুজ।

২. ঊর্ধ্বক্রমবাচকতা {কার্তেসীয় স্থানাঙ্ক | স্থানাঙ্ক সংখ্যা | সুনির্দিষ্ট পরিমাণ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: অনুভূমিক অক্ষের উপর একটি স্থানাংকের মান। দ্বিমাত্রিক জ্যামিতিতে কার্তেসীয় স্থানাংকের
x -এর মানকে ভুজ বলে। যেমন একটি বিন্দুর স্থানাংক (3,5) হয়, তা হলে ভুজ হবে 3 ।
ইংরেজি: abscissa