হ্রস্বরোমা
বানান বিশ্লেষণ: হ্+র+অ+স্+ব্+অ+র্+ও+ম্+আ
উচ্চারণ:
rɦɔʃ.ʃo.ro.ma
(হ্রশ্.শো.রো.মা)
শব্দ-উৎস:
সংস্কৃত (হ্রস্বরোমা) >
বাংলা হ্রস্বরোমা।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
হিন্দু পৌরাণিক সত্তা |
ভারতীয় পৌরাণিক সত্তা|
পৌরাণিক সত্তা
|
কাল্পনিক সত্তা |
কল্পনা |
সৃজনশীলতা |
কর্মক্ষমতা|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন|
বিমূর্ত-সত্তা|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে―
ইনি
জনকবংশীয় স্বর্ণরোমার পুত্র ছিলেন
এঁর পুত্র প্রসিদ্ধ সীরধ্বজ ও কুশধ্বজ
এই সীরধ্বজ সাধারণত জনকরাজ নামে পরিচিত।