মধ্যম
বানান বিশ্লেষণ: ম্+অ+ধ্+য্+ অ+ম্+অ
উচ্চারণ:
mod̪.d̪ʰom (মোদ্.ধোম)।
শব্দ-উৎস:
সংস্কৃত মধ্যম> বাংলা মধ্যম
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
মন্‌ (মনে ধারণ করা)+ য (যক) =মধ্য +ম
১. পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {স্বর । সাঙ্গীতিক স্কেল সঙ্গীতোপযোগী ধ্বনি যৌগিকধ্বনি শ্রাব্য-ধ্বনি | শব্দ | শব্দলক্ষণ গুণ | লক্ষণগুণসত্তাগুণ বিমূর্তন| বিমূর্ত-সত| সত্তা|}

অর্থ:
ভারতীয় সঙ্গীতশাস্ত্রে সপ্তস্বরের চতুরথ স্বর
সমার্থক শব্দাবলি: মধ্যম, মা [বিস্তারিত: মধ্যম (সঙ্গীতকোষ) ]

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {। গ্রাম স্বরবিন্যাসস্বর সাঙ্গীতিক স্কেল সঙ্গীতোপযোগী ধ্বনি যৌগিকধ্বনি শ্রাব্য-ধ্বনি | শব্দ | শব্দলক্ষণ গুণ | লক্ষণগুণসত্তাগুণ বিমূর্তন| বিমূর্ত-সত| সত্তা|}
অর্থ:
সঙ্গীতশাস্ত্রে স্বর অধিগ্রহণ পূর্বক স্বরক্রমবিন্যাস গঠন। বৈদিক যুগের শেষের দিকে গন্ধর্ব জাতির সঙ্গীতাচার্যদের দ্বারা গ্রাম সৃষ্টি হয়েছিল। আদিতে গ্রাম ছিল তিনটি। এগুলো হলো- ষড়্‌জগ্রাম, মধ্যমগ্রাম ও গান্ধার গ্রাম।
[দেখুন মধ্যমগ্রাম, বিশ্বকোষ]

পদ : বিশেষণ
অর্থ: যে কোনো দশার মধ্যবর্তীয় অবস্থা।
সমার্থক শব্দাবলি:

মাঝামাঝি (ভালোও নয় মন্দও নয়, কমও নয় বেশিও নয়)
২. মেজ (মধ্যম ভ্রাতা)

সূত্র: