সংস্কৃত
বানান
বিশ্লেষণ :
স্+অ+ং+স্+ক্+ঋ+ত্+অ।
উচ্চারণ: ʃɔŋʃ.kri..t̪o
(সঙ্শ্.কৃ.তো)
শব্দ-উৎস:
সংস্কৃত
১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| বৈদিক ভাষা | ভারতীয় আর্য ভাষা | ইন্দো-ইরানিয়ান ভাষা | ইন্দো-ইউরোপীয় ভাষা | প্রাকৃতিক ভাষা | ভাষা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: প্রাচীন ভারতীয় ভাষা বিশেষ।
বিস্তারিত: সংস্কৃত ভাষা২. বিশেষণ
অর্থ:২.১. যা সংস্কার দ্বারা শোধিত।
সমার্থক শব্দাবলি: মার্জিত, সংশোধিত, শোধিত, পরিমার্জিত, পরিশোধিত।
২.২. যা সকল কলুষতা দূরকরণের দ্বারা শুদ্ধকৃত।
সমার্থক শব্দাবলি :পরিস্কৃত, নির্মলীকৃত, বিশুদ্ধরূপে তৈরিকৃত।
২.৩. যা অলঙ্কারের দ্বারা সংস্কারকৃত।
সমার্থক শব্দাবলি :অলঙ্কৃত, সজ্জিত।
২.৪. যা মন্ত্রাদি দ্বারা শুদ্ধকৃত অর্থে
সমার্থক শব্দাবলি: মন্ত্রপূত।
সূত্র: