সহধর্মিণী
বানান বিশ্লেষণ : স্+অ+ধ্+র্+ম্+ই+ণ্+ঈ।
উচ্চারণ:
ʃɔ.ɦo.d̪ʰorm.mi.ni (শ.হো.ধোর্‌ম্.মি.নি)

=শ (স ধ্বনি একাক্ষর শ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়)

ধর্মিণী=ধোর্.মি.নি (ধ-এর পরে ই ধ্বনির কারণে ধ্ ধ্বনি ধো-তে পরিণত হয়। র্ম উচ্চরণের ক্ষেত্রে র্‌ম.ম হিসেবে বিভাজিত হয়। এর র্‌ম অংশ পূর্বের ধো-ধ্বনির সাথে মিলিত হয়ে ধোর্‌ম্. একাক্ষর তৈরি করে। অবশিষ্ট ম্ ধ্বনি ই-কার যুক্ত হয়ে একাক্ষর মি ধ্বনি তৈরি করে। শেষের ণী ধ্বনি বাংলা নি হিসেবে উচ্চারিত হয়। )

শব্দ-উৎস: সংস্কৃত धर्म्मिणी (সহধর্ম্মিণী)>বাংলা সহধর্মিণী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সহ-ধর্ম {ধৃ (ধারণ করা) +  ম (মন্), কর্তৃবাচ্য} + ইন্ (ইনি) =ধর্মিন্ +ঈ (ঙীপ্)।  স্ত্রীলিঙ্গ
 

পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা  { | নারী-ব্যক্তিসত্তা | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
                      {
বৈবাহিক সঙ্গী  | আত্মীয় | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
নৃজাতির স্ত্রীসত্তা যিনি বৈবাহিক সূত্রে দাম্পত্য জীবনে পুরুষের অংশভাগী। স্বামীর সাথে সংসারধর্মকে ধারণ করেন যিনি, এই অর্থে- সহধর্মিণী।
সমার্থক শব্দাবলি: অওরত,
অওরৎ, অঙ্গন,  আউরত, আওরত, আওরৎ, কলত্র, জানানা, জানি, জায়া, জেনানা, পত্নী, বউ, বধূ, বহু, বামা,  বৌ, ভার্যা, সহধর্মচারিণী, সহধর্মিণী, সীমন্তিনী, স্ত্রী

ইংরেজি : wife, married woman